নাহিয়ান বিন খালেদ এদেশে অর্থনীতি চর্চার ইতিহাস কম দীর্ঘ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাধ্যমে এদেশে স্থানীয়ভাবে অর্থনীতিতে উচ্চশিক্ষা চর্চার সূচনা হয়। এর আগে এদেশের যেসকল শিক্ষার্থী অর্থনীতিতে উচ্চশিক্ষা নিতে চাইতেন, তাঁরা পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়সহ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গমন করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ প্রতিষ্ঠার পর বাঙালিদের মধ্যে অর্থনীতি চর্চা একটা বাড়তি গতি লাভ করে। এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বয়স কিন্তু একেবারে কম নয়। প্রায় ৯৭ বছর!
এর পাশাপাশি বর্তমানে দেশের প্রায় প্রতিটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ রয়েছে। এইসব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস)/ ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) এবং মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস)/ মাস্টার অব সায়েন্স (এমএসসি) ডিগ্রী নেওয়া যায়। তবে এদেশে অর্থনীতি চর্চার বহুদিন হলেও অর্থনীতিতে পড়ার পরের ক্যারিয়ার নিয়ে ধাঁধায় থাকা শিক্ষার্থীর সংখ্যা একেবারে কম নয়। এই সিরিজটিতে অর্থনীতির সম্ভাব্য ক্যারিয়ার হিসেবে গবেষণা পেশা নিয়ে আলোচনা করা যাক। সিরিজে একে একে আলোচনা করব গবেষণায় কাজ করার বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেখানে কাজ করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং দক্ষতা নিয়ে।
1 Comment
তানজিম-উল-ইসলাম ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। প্রায় নয়মাস ব্যাপী মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হন, ২ লক্ষ নারী ধর্ষিত হন এবং বাংলাদেশ পরিণত হয় এক ধংসস্তূপে। মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে বাংলাদেশের সকল অবকাঠামোই ভেঙ্গে পড়েছিল। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক অনেক চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছে। তার মধ্যে বেশ কিছু সমস্যার এখনো মীমাংসা হয়নি।
Nahaly Nafisa Khan The pictures of the Yellow Vest Protests in Paris have been flooding our news feeds for quite some time now. As I write this, the protest has entered its possible fourth weekend. Last week in Paris, the protests reached a level of violence unseen since the student uprisings of 1968, with protestors destroying shop windows across the capital and vandalizing national monuments, notably the Arc de Triomphe, an endearing symbol of the French Republic. Finance Minister Bruno Le Maire calls the situation "a crisis" for both society and democracy. He also said that it's a catastrophe for business as well as the economy. About 125,000 protesters took to the streets on Saturday, with more than 1200 taken into custody. But what is this all about?
Namira Shameem What is Gig Economy?
One common characteristic that puts services like Uber, Pathao, Foodpanda, AirBnB and Upwork under the same umbrella is that they employ “gig” workers, working not in traditional employment setting, but in a gig economy. |
Send your articles to: |