সাদিক মাহবুব ইসলাম গত ১১ জুন উপস্থাপন করা হল ২০২০-২১ অর্থবছরের বাজেট। প্রতিবছরই বাজেট উপস্থাপনের সময় টানটান উত্তেজনা থাকে আমাদের মাঝে। কোন কোন জিনিসের দাম বাড়বে, কোন কোন জিনিসের দাম কমবে তা দেখার জন্য আমরা বকের মত গলা বাড়িয়ে অপেক্ষা করি। যেসবের দাম বাড়ার কথা, চট করে সেগুলোর দাম বাড়ে বটে, কিন্তু যেসবের দাম কমার কথা,সেগুলোর দাম কমে শম্বুক গতিতে। তবে এবছরের বাজেটটা একটু আলাদা। কারণ দেশ এখন কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত। সবাই আশা করছিল, কোভিড-১৯ এ জর্জরিত অর্থনীতির জন্য বিশেষ বাজেট আসবে। দুঃখের বিষয়, এ বছরের বাজেটটা অন্যা্ন্য বাজেটের মতই গতানুগতিক। এখন আমরা এক নজরে বাজেটের কিছু দিক বিশ্লেষণ করে দেখব।
0 Comments
ইয়াসিন শাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেল যাওয়া প্রসঙ্গে শিক্ষার্থীদের ক্ষোভ আজ বেশ ক’বছর ধরেই। ২০১৬ সালে যখন সিদ্ধান্ত নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেল যাবে তখনই আন্দোলন ও অসন্তোষ দানা বাধে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। ক্যাম্পাসে বিভিন্ন অবস্থান কর্মসূচির মাধ্যমে তাঁরা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। কিন্তু নানা কারণেই চলমান এ আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। শিক্ষার্থীদের মধ্যে সেই ক্ষোভ পুঞ্জীভূত থেকে যায়। বর্তমানে টিএসসিতে মেট্রোরেলের স্টেশন নির্মাণের কাজ শুরু হলে সেই পুরনো বিতর্ক আবার নতুন রূপে ফিরে আসে। অনেকেই টিএসসিতে স্টেশন নির্মাণের তীব্র বিরোধিতা করেন আবার অনেকেই খোদ মেট্রোরেলের রুট বদলানোর দাবি তোলেন। সিদ্ধান্তহীনতার এই দোদুল্যমান সময়ে আন্দোলন কোন লক্ষ্যকে মাথায় রেখে করা উচিত তা জানতে হলে আমাদের জানতে হবে সেই ২০১৬ সালের আন্দোলনের প্রেক্ষাপট ও অভিজ্ঞতা।
ইএসসির আজকের ব্লগে সেই অভিজ্ঞতা নিয়ে লিখেছেন ২০১৬ সালের রুট বদলাও আন্দোলনে অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ইয়াসিন শাফি। |
Send your articles to: |