মাহজাবিন রশীদ লামিশা পানির পরে চা-কেই বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়। শীতপ্রধান ইউরোপ কিংবা আমাদের ভারতীয় উপমহাদেশ কিংবা মধ্য এশিয়া- নানা রকমে, নানা প্রকারে চায়ের প্রচলন আছে সারা বিশ্বব্যাপীই। চা নিয়ে তাই আছে ব্যাপক রোমান্টিসিজমও। পারিবারিক আড্ডা থেকে বিশ্ব নিয়ে আলোচনা, সবখানেই চা কিন্তু চাই-ই চাই। অথচ এই জনপ্রিয় পানীয়ের সাথে জড়িত যে শ্রমিকরা, তাদের ন্যায্য মজুরির অভাব কিংবা দারিদ্র্যসীমার নিচে বসবাস করা জীবনের গল্প অনেকটাই বয়ে গেছে সাধারণ মানুষের অন্ত্যরালে। এর পেছনে আছে সাধারণ জনজীবন থেকে দূরে থাকা, অধিকার সচেতনতার অভাব কিংবা চায়ের ব্যাপক জনপ্রিয়তাকে পুঁজি করে গড়ে ওঠা ব্যবসায়ীদের স্বার্থের মত অনেকগুলো কারণ। কিন্তু প্রজন্ম ধরে চলে আসা এই নিপীড়নের সবচেয়ে বড় বলি চা শ্রমিকেরা, তাদের স্বপ্ন আর সুস্থ জীবনযাপন।
0 Comments
|
Send your articles to: |