সাদিক জাফরুল্লাহ সাদিক জাফরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালিয়ের অর্থনীতি বিভাগের ৯১তম ব্যাচের প্রাক্তন ছাত্র। স্নাতকোত্তর করেছেন সুইডিশ ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সাইন্সেস থেকে। বর্তমানে কাজ করছেন স্টকহোমে অবস্থিত গোবাল ওয়াটার পার্টনারশিপ হেডকোয়ার্টার্সে। ছাত্রাবস্থায় কাজ করেছেন ইএসসিসহ বিভিন্ন ইয়ুথ অর্গানাইজেশনে, ইন্টার্নশিপ করেছেন আইএলও'র থাইল্যান্ডে অবস্থিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল অফিসে। আগ্রহ আছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলিতে। নতুন জায়গায় ঘুরতে এবং বাংলা গান শুনতে পছন্দ করেন। তিনি লিখেছেন ইউরোপে উচ্চশিক্ষার সুযোগ ও শিক্ষাবৃত্তি লাভ করা সংক্রান্ত কিছু প্রচলিত প্রশ্ন নিয়ে।
0 Comments
Md. Azmeer Rahman Sorder, Kefayet Alfesan “We have a large public that is very ignorant about public affairs and very susceptible to simplistic slogans by candidates who appear out of nowhere, have no track record, but mouth appealing slogans”
― Zbigniew Brzezinski (Diplomat and Political Scientist) |
Send your articles to: |