শারিকা সাবাহ জান্নাতুল ফেরদৌস আঁখি কভার ডিজাইনঃ অর্পিতা চক্রবর্তীএকবিংশ শতাব্দীতে অত্যাধুনিক, ব্যস্ত, প্রতিযোগিতায় লিপ্ত মানবজাতির উপর অভিশাপ হিসেবে আগত মহামারি করোনার প্রভাবে প্রতিনিয়তই মানুষ নতুন নতুন পরিস্থিতি ও ধারণার সম্মুখীন হচ্ছে। তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে রিভার্স মাইগ্রেশন বা মানুষের প্রত্যাবর্তন তেমনই একটি নতুন ধারণা। যদিও এই ধারণাটির প্রচলন আগে থেকেই তবুও বিশ্বের বিভিন্ন দেশে এত বিপুল পরিমাণে মানুষের বিপরীতমুখী অভিবাসনের চিত্রটি বেশ নতুনই বটে। তাই স্থানীয় বা বৈশ্বিক অর্থনীতি, সামাজিক জীবন বা অন্যান্য ক্ষেত্রে এর সঠিক প্রভাব উপলব্ধি করা সময়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। নভেল করোনাভাইরাস বাংলাদেশে আঘাত হানার পর থেকে অন্ত এবং আন্ত বিপরীতমুখী অভিবাসন তথা বিভিন্ন পেশাজীবী মানুষের প্রত্যাগমনের দৃশ্য প্রকট রূপ ধারণ করেছে।
0 Comments
Mehernaz Mourin Mahjabin Rashid Lamisha Tanvir Ahmed Tasfiah Tasnim Raya Entrepreneurship is an important driver of the economy as it brings in unused capital, employs new labor and aims to make a profit in the long run. French economist Jean-Baptiste Say, in the early 19th century, described an entrepreneur as one who “shifts economic resources out of an area of lower and into an area of higher productivity and greater yield.” But a social entrepreneur should not be confused with any other entrepreneur as they function very differently. In the case of social entrepreneurship, individuals try to mark a social problem and address it by employing entrepreneurial principles, process and operations. Non-profit organizations and non-government organizations usually play the role of social entrepreneurs and work to improve the lives of people related to this cause. Acumen defines a social enterprise as “an enterprise that prioritizes transformative social impact while striving for financial sustainability.”
|
Send your articles to: |