আশফাক আলম প্রণয়, তাসনুভা আফরিন, নাজমুল আলম অর্নব, তনিমা তাহেরীনডিজাইন: ফারহা তাসনীম ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে ব্রিটেনের প্রস্থান তথা এক্সিট বোঝাতে ‘ব্রেক্সিট’ শব্দটি ব্যবহার করা হয়। ৪০ বছরের বেশি সময় ধরে ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পর ২০১৬ সালের ২৩শে জুন ইইউতে অবস্থান প্রসঙ্গে যুক্তরাজ্যে একটি গণভোট অনুষ্ঠিত হয় । গণভোটে নাগরিকদের কাছে জানতে চাওয়া হয়েছিল- যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়নে থাকা উচিত কি না? ৫২ শতাংশ ভোট পড়েছিল ইইউ ত্যাগ করার পক্ষে,আর ইইউতে থাকার পক্ষে ছিল বাকি ৪৮ শতাংশ। অনেক ব্রিটিশ নাগরিকই নিজ দেশে ইউরোপীয় ইউনিয়নের বিধিনিষেধ মেনে চলা নিয়ে বেশ নাখোশ ছিলেন। এ ছাড়া, যুক্তরাজ্যে অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়া নিয়েও ব্রিটিশদের মধ্যে অস্বস্তি ছিল। ইইউর নিয়মানুযায়ী, ইউনিয়নের ২৮ দেশ ভিসা ছাড়াই এক দেশ থেকে আরেক দেশে অবাধে চলাফেরা করতে পারে। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর সরকারের প্রথম মেয়াদে ইইউর বাইরের দেশ থেকে আসা অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ইউরোপীয় নাগরিকদের প্রবেশ কমাতে পারেননি। এছাড়া ইইউ বা যুক্তরাজ্যের কেউই চায়নি; উত্তর আয়ারল্যান্ড আর রিপাবলিক অব আয়ারল্যান্ডের মধ্যে কোনো কঠোর সীমান্ত থাকুক। তাই, দুইপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে যে; ব্রেক্সিট নিয়ে বোঝাপড়ায় যা-ই ঘটুক না কেন, উক্ত সীমান্তটি উন্মুক্ত থাকবে।
0 Comments
রুবায়েত আলম ডিজাইন: সুরভীতা বসাক ২০১৯ সালে বৈশ্বিক অর্থনীতি বেশ কয়েকটি বড় ঝুঁকির সম্মুখীন হয়। মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধ, ক্রমবর্ধমান ভোক্তা ঋণের মাত্রা এবং ইউরোপীয় ও মার্কিন স্টক মার্কেটে অযৌক্তিক মূল্যায়নের মধ্যে বিনিয়োগকারীরা মন্দার সময় অর্থ উপার্জনের উপায় খোঁজেন। বিদেশী সম্পত্তি সঠিকভাবে কিনলে ঝুঁকির সময় তা সংরক্ষণ করা যায় এবং নিজস্ব সম্পদে বৈচিত্র আনা যায়। অফশোর সম্পত্তি অসংখ্য অনন্য সুবিধার সাথে আসে - তাদের সবগুলিই আবার সম্পূর্ণভাবে আর্থিক প্রকৃতির নয়।
এর অ্যানালাইসিস বুঝতে হলে প্রথমেই অফশোরিং সম্পর্কে স্পষ্ট ধারণা দরকার। অফশোরিং হল ব্যবসায়িক অপারেশন ইউনিট ভিন্ন কোনো দেশে (সাধারণত উন্নয়নশীল দেশগুলোতে) স্থানান্তর করার প্রক্রিয়া, যেখানে কম খরচে শ্রমবাজার বিদ্যমান। এখানে কোম্পানি বিশ্বব্যাপী খুচরা বিক্রেতা খোঁজে না; তার পরিবর্তে এটি উৎপাদন এবং উৎপাদনে সহায়ক অন্যান্য পরিষেবাগুলোর ব্যয় হ্রাস করার লক্ষ্যে কাজ করে। এই নতুন ব্যবসায়িক ইউনিট সেট আপ করা কোম্পানির জন্য বেশ লাভজনক, কারণ কোম্পানি এক্ষেত্রে তার মূল ব্যবসায়িক ক্রিয়াকলাপগুলোতে আরও প্রণোদনা পায়। এর উদাহরণ হিসেবে বলা যায় যে, ভারী যন্ত্রপাতি প্রস্তুতকারী একটি কোম্পানি এমন একটি দেশে তার উৎপাদন ইউনিট স্থাপন করে যেখানে লোহার সর্বোত্তম সরবরাহ রয়েছে এবং স্থানীয় শ্রমবাজার সস্তা এবং যথেষ্ট দক্ষ। এমনকি করের হার নীতি এবং অন্যান্য প্রণোদনা সংস্থাকেও অনেকাংশে উপকৃত করে অফশোরিং। এছাড়াও আরও কিছু কিছু ক্ষেত্রে অফশোরিংয়ের বিশেষ কিছু প্রভাব লক্ষ করা যায়। |
Send your articles to: |