তানজিম-উল-ইসলাম, নহলী নাফিসা খান সাধারণত অর্থনীতিকে খুব একঘেয়ে একটি বিষয় হিসেবে সবাই বিবেচনা করেন। তার যথেষ্ট কারণও রয়েছে। সমীকরণ ও গ্রাফের আধিক্যের কারণে বিষয়টি সুখপাঠ্য নয়। তবে অর্থনীতি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। অর্থনীতি ব্যাখ্যা করতে পারে সমাজ, জাতি, রাজনীতি থেকে শুরু করে মানুষের আচরণকেও। সেই বিশ্লেষণী ক্ষমতা অর্জনের পথে প্রথম ধাপ হচ্ছে বই পড়া। আজকে অর্থনীতি বিষয়ক অবশ্যপাঠ্য সেরকম নয়টি বই নিয়েই আমাদের লেখা। Freakonomics- Steven Levitt, Stephen J. Dubner ইউনিভার্সিটি অব শিকাগোর অর্থনীতির অধ্যাপক স্টিভেন লেভিট এবং নিউ ইয়র্ক টাইমস এর সাংবাদিক স্টিফেন জে. ডাবনার এর লেখা এই বইটি প্রকাশিত হয় ২০০৫ সালে। আপাত দৃষ্টিতে অগুরুত্বপূর্ণ অনেক ছোটখাটো বিষয়ের আড়ালে থাকা কারণ গুলোকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে চেয়েছেন এই দুই লেখক। ২৮৮ পৃষ্ঠার এই বই এ উঠে এসেছে তথ্য নিয়ন্ত্রন, মাদক ব্যবসা থেকে শুরু করে শিশুদের নামকরণের পিছনকার অর্থনৈতিক ব্যাখ্যাও। নিউ ইয়র্ক টাইমস এর বেস্ট সেলার এই বইটির দ্বিতীয় খন্ড “Superfreakonomics” প্রকাশিত হয় ২০০৯ সালের সেপ্টেম্বরে। Why Nations Fail: The Origins of Power, Prosperity and Poverty- Daron Acemoglu, James A. Robinson ২০১২ সালে প্রকাশিত এই বইটিতে প্রাতিষ্ঠানিক অর্থনীতি, উন্নয়ন অর্থনীতি এবং অর্থনৈতিক ইতিহাসের মাধ্যমে দেখানো হয়েছে জাতিগত উত্থান ও পতনের বিভিন্ন কারণ। উঠে এসেছে বিভিন্ন ঐতিহাসিক তথ্য এবং দার্শনিক মতবাদ, যার উদাহরণের ভিত্তিতে তুলে ধরা হয়েছে ক্ষমতা এবং উন্নয়নের দিকে বিভিন্ন স্তর। এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য দিক হলো গণতন্ত্রের নানা দিকের ব্যাখ্যা এবং অর্থনৈতিক উন্নয়নের উপর এর প্রভাব সংক্রান্ত আলোচনা। বেস্ট সেলার এই বইটির ঝুলিতে আছে বেশ কিছু সংখ্যক পুরস্কার ও সম্মাননা। The Idea of Justice- Amartya Sen ২০০৯ সালে প্রকাশিত এই বইটিতে অমর্ত্য সেন মূলত জন রাউলস এর ১৯৭১ সালে প্রকাশিত A Theory of Justice বইটির পুনঃব্যাখ্যা এবং সমালোচনা করেছেন। বইটিতে মানুষের সহজাত কিছু বৈশিষ্ট্যের কথা অমর্ত্য সেন ব্যাখ্যা করতে চেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রবণতা হলো নিজস্ব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে বিচার ব্যবস্থার সীমাবদ্ধতার সুযোগ নেওয়া। এই বইটিতে তিনি অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের প্রথম দিকের উল্লেখযোগ্য কাজ The Theory of Moral Sentiments নিয়েও আলোচনা করেছেন এই বইটিতে। ৩০৪ পৃষ্ঠার এই বইটি অমর্ত্য সেন উৎসর্গ করেন জন রাউলস কে। Doughnut Economics- Kate Raworth কেট রাওয়ার্থ-এর লেখা এই বইটি প্রকাশিত হয় ২০১৭ সালে। তিনি একজন ব্রিটিশ অর্থনীতিবিদ, কাজ করছেন অক্সফোর্ড এবং কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে। বেস্ট সেলার এই বইটি ফিনান্সিয়াল টাইমস দ্বারা স্বীকৃত হয় ২০১৭ সালের অর্থনীতি বিষয়ক সেরা বই হিসেবে এবং মনোনীত হয় অডি অ্যাওয়ার্ডের জন্য। এই বইটি মূলত ২১ শতকের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে লেখা চমৎকার এবং সুখপাঠ্য একটি বই, যেখানে লেখক এমন একটি অর্থনৈতিক ব্যবস্থার কথা বলেছেন যাতে মানুষের মৌলিক চাহিদা এবং পরিবেশগত সীমাবদ্ধতার মধ্যে সামঞ্জস্য সাধন করা সম্ভব। Poor Economics: A Radical Rethinking of the Way to Fight Global Poverty- Abhijit V. Banarjee, Esther Duflo অভিজিৎ ব্যানার্জী এবং এস্থার ডাফলোর লেখা এই বইটি প্রকাশিত হয় ২০১১ সালে। দুইজনই অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এমআইটি তে। পদ্ধতিগত ভাবে বৈশ্বিক দারিদ্র্য মোকাবেলা করাই এই বইটির মুখ্য বিষয়বস্তু। বাজারভিত্তিক সমাধান এবং বৃহত্তর উন্নয়ন পরিকল্পনার মধ্যে সামঞ্জস্য এবং তা কতটুকু কার্যকরী হতে পারে তাই মূলত বইটিতে আলোচনা করেছেন এই দুই লেখক। বইটি প্রশংসা পেয়েছে প্রথিতযশা অর্থনীতিবিদ রবার্ট সলোর। এছাড়াও প্রশংসিত হয়েছে দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল দ্বারাও। Development as Freedom- Amartya Sen এই বইটি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উন্নয়ন বিষয়ক কাজের সারমর্ম। এতে তিনি উন্নয়ন এবং স্বাধীনতার মাঝে সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এবং তুলে ধরেছেন যে স্বাধীনতা উন্নয়নের জন্য অপরিহার্য। এছাড়াও বইটিতে উঠে এসেছে যে উন্নয়নের অন্যান্য সূচক অর্জনের জন্যেও স্বাধীনতা অপরিহার্য। এই বইয়ে অমর্ত্য সেন সম্পদ, আয় অথবা মানসিক প্রশান্তির ভিত্তিতে নয়, বরং ব্যক্তির সামর্থ্যের (ব্যক্তির কাজ করার স্বাধীনতা) ওপর ভিত্তি করে উন্নতিকে পরিমাপের কথা বলেন। Capital in the Twenty-First Century- Thomas Piketty Capital in the Twenty-First Century থমাস পিকেটির লেখা উন্নয়ন, আয় বৈষম্য ও দারিদ্র্য নিয়ে লেখা একটি অত্যন্ত জনপ্রিয় বই। ৬৯৬ পৃষ্ঠার এই বইটিতে পিকেটি ও তাঁর সহযোগীরা সাইমন কুজনেটসের মুক্তবাজার অর্থনীতিতে বৈষম্য হ্রাসের তত্ত্বের বিপরীতে তথ্যউপাত্ত দিয়েছেন। তাঁরা ইতিহাস থেকে তথ্যউপাত্ত বিশ্লেষণ করে দেখিয়েছেন যে মুক্তবাজার পুঁজিবাদী ব্যবস্থায় সময়ের সাথে সাথে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হয় না, বরং বৈষম্যের ক্রমবৃদ্ধি লক্ষ্য করা যায়। এই বইটির আকর্ষণীয় উপস্থাপনের কারণে পিকেটিকে সংবাদমাধ্যম “রকস্টার” উপাধি দেয়। Thinking, Fast and Slow- Daniel Kahneman ২০০২ সালে অর্থনীতিতে নোবেল পান মনোবিজ্ঞানী ড্যানিয়েল কানেমান। মনোবিজ্ঞানী হিসেবেও তাঁর নোবেল পাওয়ার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছিল অর্থনীতির একটি মূল ধারণাকে বদলে ফেলা। অর্থনীতিতে ধরেই নেয়া হয় যে মানুষ সবসময় যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেয়। কিন্তু কানেমান এবং তাঁর সহযোগী আমোস ট্রেভস্কি গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে প্রকৃতপক্ষে মানুষ যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেয় না। তাঁদের গবেষণালব্ধ জ্ঞানই উঠে এসেছে এই বইটিতে। অর্থনীতি বিষয়ক ভাবনাচিন্তার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে এই বইটির কারণে। Misbehaving: The Making of Behavioral Economics- Richard Thaler বিহেভিয়রাল ইকোনমিক্সের জনক হিসেবে খ্যাত নোবেল বিজয়ী রিচারড থ্যালারের লেখা এই বইটিতে বিহেভরিয়াল ইকোনমিক্সের উৎপত্তির ইতিহাস বিস্তারিতভাবে উঠে এসেছে। বইটিতে থ্যালার তুলে ধরেছেন যে মানুষ যৌক্তিকভাবে চিন্তা করতে যতই প্রশিক্ষণ লাভ করুক না কেন, তাঁরা সব সময় তাঁদের আবেগ অথবা ভুল ধারণার কারণে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভুল করবে। থ্যালার দেখান কীভাবে এই ভুলগুলো থেকে রক্ষা পাওয়া যাবে এবং অন্যের ভুলের সুযোগ নেয়া যাবে। প্রথাগত অর্থনীতির সমালোচনা হিসেবে এই বইটি বেশ সুখপাঠ্য। কেবল নয়টি বই পড়ে অর্থনীতি পুরোপুরি বুঝে ফেলা কোনদিনই সম্ভব নয়, তবে এই বইগুলি আপনাকে সাহায্য করবে অর্থনীতির বিভিন্ন শাখাপ্রশাখার সন্ধান পেতে। তাই, আর দেরি না করে আজই বইগুলো সংগ্রহ করা শুরু করে দিন! Source: http://dannyreviews.com/h/Development_Freedom.html https://www.globalpolicyjournal.com/blog/09/07/2014/book-review-capital-twenty-first-century https://www.nytimes.com/2011/11/27/books/review/thinking-fast-and-slow-by-daniel-kahneman-book-review.html https://www.cfapubs.org/doi/full/10.2469/br.v10.n1.32
3 Comments
Shahriar Rahman
4/26/2019 09:38:03 pm
বইগুলি কোথায় পাবো?নীলক্ষেতে পাওয়া যাবে?
Reply
Tanjim-Ul-Islam
4/27/2019 09:20:43 pm
কিছু বই নীলক্ষেতে পাবেন, বাকিগুলো বাতিঘর আর পাঠক সমাবেশে পেতে পারেন।
Reply
sayedul islam
10/17/2020 09:40:30 pm
Vaiya aktu personally kotha bolte cai..about economics study...
Reply
Leave a Reply. |
Send your articles to: |