চৌধুরী নাবিলা তাসনিম সালটা ১৭৮৯। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার তুলে ফরাসি বিপ্লবের মাধ্যমে পতন ঘটলো সামন্তবাদের। একই সঙ্গে উত্থান ঘটতে শুরু করলো পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থার। কিন্তু পুঁজিবাদ কি পেরেছে সামন্তবাদবিরোধী প্রতিশ্রুতি গুলো পূরণ করতে? প্রকৃতপক্ষে, সামন্তবাদের বিলুপ্তির সঙ্গে সঙ্গে শ্রেণীব্যবস্থার ভিত্তি অকেজো হয়ে পরেনি। মধ্যবিত্ত শ্রেণী বলিষ্ঠ হয়ে উঠেছে ঠিকই, কিন্তু ধনী ও গরিবের বিভেদ বেড়েছে বৈ কমে নি। পুঁজিবাদের এই ব্যর্থ হওয়ার কারণগুলো বিশ্লেষণ করতে গিয়ে গড়ে উঠেছে অর্থনীতির প্রচলিত মতের থেকে ভিন্ন একটি মতবাদ, যা মার্ক্সীয় অর্থনীতি বলে পরিচিত। হেটেরোডক্স ঘরানার মতবাদ হলেও এর চর্চা কখনো থেমে থাকেনি। আজ আমরা জানবো এই ঘরানার অর্থনীতিতে প্রভাব সৃষ্টি করা ৪জন অর্থনীতিবিদ সম্বন্ধে।
অ্যাডাম স্মিথ, টমাস ম্যালথুস ও ডেভিড রিকার্ডোঃ তার পূর্ববর্তী এই ৩ ক্লাসিকাল ঘরানার এই ৩ বিখ্যাত অর্থনীতিবিদের কাজ নিয়ে ব্যাপকভাবে পড়াশুনা করেছেন তিনি। পর্যালোচনা করেছিলেন পুঁজিবাদের খুঁটিনাটি বিষয়েঃ কেন এই পদ্ধতিটি ব্যর্থ ফরাসি বিপ্লবের প্রতিশ্রুতিগুলো পূরণে। মার্ক্সীয় অর্থনীতির মূলভিত্তি তাই দাঁড়িয়ে রয়েছে ধনতন্ত্রের সংকটাপন্ন অবস্থার পর্যালোচনা, বিভিন্ন অর্থনৈতিক সিস্টেমে উদ্বৃত্ত পণ্য ও মূল্যের ভূমিকা ও শ্রেণীসংগ্রামের মাধ্যমে অর্থনৈতিক বিবর্তনের বিষয়গুলোর ওপর। ৩টি ভলিউমে "থিওরি অফ সার্প্লাস ভ্যালু" বইটিতে তিনি স্মিথ, ম্যালথুস, রিকার্ডোঃ এই তিন অর্থনীতিবিদের তত্ত্বের পর্যালোচনা করেছেন। এছাড়া তাঁর বিখ্যাত রচনা "দাস ক্যাপিটাল" ও "ক্রিটিক্স অফ পলিটিকাল ইকোনমি" বই দুটিতেও তার অর্থনৈতিক মতবাদ বিষয়ে আলোচনা করেছেন। ভ্লাদিমির লেনিন রাশিয়ান রাজপরিবারের বিরুদ্ধে অক্টোবর বিপ্লবে নেতৃত্ব দানকারী বলশেভিক পার্টির ভ্লাদিমির লেনিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের ইতিহাসের প্রথম নেতা। তার রাজনৈতিক চিন্তাধারা "লেনিনিসম" হিসেবে পরিচিত। ১৯২১ সালে তিনি "নিউ ইকোনমিক পলিসি" নামক একটি অর্থনৈতিক নীতিমালার প্রস্তাব করেন। তার ভাষ্যমতে এই পদ্ধতিতে রাষ্ট্রের নিয়ন্ত্রনাধীন "মুক্তবাজার অর্থনীতি ও ধনতন্ত্রের" প্রসার ঘটবে ও রাষ্ট্রীয় এন্টারপ্রাইজগুলো মুনাফার মাধ্যমে পরিচালনা করা হবে। গৃহযুদ্ধের পরবর্তীলগ্নে এরকম মুক্তবাজারমুখি নীতির প্রয়োজনীয়তা অনুভব করেই এই প্রস্তাবনাটি প্রদান করেন। তিনি এক্ষেত্রে মার্ক্সের নীতি অনুসরণ করে "ধনতন্ত্রের পরিপক্বতা লাভের পর সোশিয়ালিজমের পথে আগানোর" চেষ্টা করেন। কৃষকদের উৎপাদনে উৎসাহিত করে তুলতে তিনি কর আরোপ করেন তাদের উৎপাদনের ওপর, যার ফলে ১৯২১ এর খরা ও খাদ্যমন্দা পরবর্তী সময়ে উৎপাদন ৪০% বৃদ্ধি পায়। এন.ই.পি এর উদ্দেশ্য ছিল অর্থনৈতিক পরিকল্পনার বিকেন্দ্রীকরণ করে রাষ্ট্রকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। এই নীতিমালা বাস্তবায়নের ফলে লেবার ইউনিয়নগুলো স্বাধীন সংগঠন হিসেবে গড়ে উঠে। শ্রম সংশোধন নীতিমালার ফলে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির উদ্দীপনা সঞ্চারিত হয়। রিচার্ড উল্ফ মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড উল্ফ তাঁর অর্থনৈতিক কর্মপদ্ধতি ও শ্রেণী পর্যালোচনা সংক্রান্ত কাজের জন্য বিখ্যাত। ১৯৮৮ সালে তিনি "রিথিংকিং মার্ক্সিজম" নামক জার্নালটি সহ-প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত "ডেমোক্রেসি অ্যাট ওয়ার্ক" প্রতিষ্ঠানটি পুঁজিবাদের সাংগঠনিক সমস্যাগুলিকে চিহ্নিত করে এবং কীভাবে আমাদের কর্মক্ষেত্র গনতান্ত্রিকরণ করে এসব সমস্যা দূর করা সম্ভব তা নিয়ে আলোচনা করেন। প্রতিষ্ঠানটি তার ২০১২ সালে প্রকাশিত বই "ডেমোক্রেসি অ্যাট ওয়ার্কঃ আ কিউর ফর ক্যাপিটালিজম" বইটির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। পল সুইজি পল সুইজি ২০ শতকের অর্ধভাগের অন্যতম শীর্ষস্থানীয় মার্ক্সীয় অর্থনীতিবিদ। বর্তমান পুঁজিবাদের ৩টি প্রভাবশালী প্রবণতাঃ মোনোপলাইজেশন, স্ট্যাগ্নেশন ও ফাইনান্সিয়ালাইজেশন, এই ক্ষেত্রগুলি নিয়ে তিনি মূলত গবেষণা করেন। অলিগোপলি নিয়েও তিনি ব্যাপকভাবে কাজ করেছেন এবং "কিঙ্কড ডিমান্ড কার্ভ" মডেলটির ধারণা সর্বপ্রথম তিনি প্রদান করেন। তার সহ-প্রতিষ্ঠিত "মান্থলি রিভিউ ম্যাগাজিন" যুক্তরাষ্ট্রে "রেড স্কেয়ার" এর সময় প্রথম প্রকাশিত হয়, এবং সাময়িকীটি নিজেদের সমাজতান্ত্রিক পরিচয় তুলে ধরে। অ্যালবার্ট আইন্সটাইন, জ্য পল সার্টে, চে গুয়েভারাসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই প্রকাশনার জন্য লিখেছিলেন। অ্যামেরিকান বিশ্ববিদ্যালয়গুলোকে অনুসরণ করে আমাদের দেশেও অর্থনীতি সাধারণত গতানুগতিক মতধারা অনুসারেই শেখানো হয়। আমরা আশা করি মার্ক্সীয় অর্থনীতির মতো অর্থনীতির এরকম হেটেরোডক্স মতধারা এবং এই মতধারার অনুসারী অর্থনীতিবিদদের কাজের ব্যাপারে শ্রেণীকক্ষে আমরা আরো ব্যাপকভাবে জানতে পারবো, যাতে করে বিভিন্ন প্রকারের চিন্তাধারার প্রভাবে আমাদের অর্থনৈতিক জ্ঞানের প্রশস্ততা বৃদ্ধি পায়। Reference:
2 Comments
Faysal Ahmmed
5/2/2020 09:46:59 pm
অসাধারন
Reply
Shamayla
5/3/2020 02:15:07 am
Great write-up! Looking forward to more 💙
Reply
Leave a Reply. |
Send your articles to: |