সাদিক মাহবুব ইসলাম দেশে বর্তমানে চলছে করোনা মহামারী। এই মহামারী থেকে বাঁচাতে সরকার সারাদেশে জনসমাগম বন্ধ করে দিয়েছে। ফলে যারা দিন আনে দিন খায়, যাদের বাধা-ধরা বেতন নেই, যারা সমাজের অন্ত্যজ শ্রেণির মানুষ,তাদের দিন গুজরান হয়ে গেছে কষ্টকর। এইসব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের কিছু শিক্ষার্থী। মার্চ মাসের ২২ তারিখ থেকে তারা কাজ শুরু করেন। প্রথম অবস্থায় তাদের পরিকল্পনা ছিল,স্বল্প পরিসরে নিজেদের অর্থায়নে সহায়তার হাত বাড়িয়ে দিবেন। ৫০-৬০ জনের মত মানুষকে তিনদিন চলার মত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়ার মাধ্যমেই কাজ শুরু করেন তারা। কাজ শুরু করার পর তারা লক্ষ্য করলেন,আশাতীত সহায়তা পাচ্ছেন তারা, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সবাই। তখন পরিকল্পনা করা হলো,একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে রূপদান করা হবে এই প্রচেষ্টাকে। তখন জন্ম নিল পাশে আছি ইনিশিয়েটিভ। মুঠোফোনে কথা হলো এই ইনিশিয়েটিভের একজন ফ্রন্টম্যান-তাহমিদ হাসানের সাথে। উনিই জানালেন এই উদ্যোগের আদ্যোপান্ত। পাশে আছি ইনিশিয়েটিভের জন্ম হয় একেবারেই আকস্মাৎ। আর্ত মানবরতার ডাকে কয়েকজন বন্ধুকে নিয়ে কাজ শুরু হয়। এরপর ধীরে ধীরে বাড়ে কর্মপরিধি। ইতোমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে দুই হাজারের বেশি পরিবারকে ত্রাণ দিয়েছেন পাশে আছি ইনিশিয়েটিভের সদস্যরা। ঢাকায় ধানমন্ডি, শংকর, মোহাম্মদপুর, খিলক্ষেত, বাড্ডা, বনশ্রী, বাসাবো, মুগদা, জুরাইনে তারা ত্রাণ পৌঁছে দিয়েছেন। ঢাকার বাইরেও ছুটে গেছেন সাভার, রংপুর, চাঁদপুর, বরিশাল, ভোলায়। পাশে আছি ইনিশিয়েটিভের একটা বিশেষত্ব, তারা সমাজের দূরে ঠেলে দেয়া মানুষদের নিয়ে কাজ করেন। তারা ত্রাণ দিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষদের, ত্রাণ দিয়েছেন যৌনকর্মীদের। এই ইনিশিয়েটিভের একটা লক্ষ্য-তারা প্রাথমিক ত্রাণ সহায়তা প্রদান করেন, যাতে অল্প খরচে অধিক লোকের কাছে পৌছানো যায়। প্রতিটি পরিবারকে তারা দিচ্ছেন ২ কেজি চাল,আধা কেজি করে ডাল, আলু, পিঁয়াজ, আধ লিটার তেল আর একটা সাবান। এই কাজটির সমন্বয় পুরোপুরিভাবেই চলছে অনলাইনে তরুণসমাজের মাধ্যমে। যেখানেই মানুষের সহায়তা প্রয়োজন, ছুটে যাচ্ছেন তারা।
তাদের লক্ষ্য পাঁচ হাজার পরিবারের কাছে ত্রাণ দেয়া। এ লক্ষ্যে অনলাইনে তারা চালিয়ে যাচ্ছেন ডোনেশন প্রোগ্রাম। তাদের ফান্ডরেইজিং এর লিঙ্ক https://www.facebook.com/donate/662368847918378/2638622519716259/ এছাড়াও সহায়তা করতে পারেন বিকাশের মাধ্যমে- বিকাশ একাউন্ট: (পার্সোনাল) +8801975888855, +8801707117066, Bank account- Account no: 1061440479332 Account Name: Tahmid Hasan Bank: Eastern Bank Limited, Dhanmondi Routing No: 095261188 ইনিশিয়েটিভ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আপনারা ফোন দিতে পারেন এই নাম্বারে: +8801975888855 কথা হলো এই কাজের প্রতিবন্ধকতা নিয়ে। পাশে আছি ইনিশিয়েটিভের মূল প্রতিবন্ধকতা সুরক্ষা। এই মহামারীর মাঝে সুরক্ষিত থেকে ত্রাণকার্য চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চিত। এই একটা কারণেই জনবল সীমিত রাখতে হচ্ছে তাদের। এছাড়াও লকডাউনের কারণে যাতায়াতের মাধ্যম হয়ে গেছে সীমিত, পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পিক-আপ ভ্যান। পাশে আছি ইনিশিয়েটিভ একটি দাতব্য সংস্থা এবং ভবিষ্যতেও এটি করোনার বিরুদ্ধের লড়ে যাবে দুস্থ মানুষের দ্বারে ত্রাণ পৌঁছে দিতে। এমন উদ্যোগ আমাদের স্পৃহা যোগায়,আমাদের করে তোলে সাহসী,মানবিক। এই স্বার্থপরতার যুগে পাশে আছি ইনিশিয়েটিভ হতে পারে আমাদের প্রেরণার উৎসমূল।
0 Comments
Leave a Reply. |
Send your articles to: |