ফারহা তাসনীম, তাকরিম হোসেন, মোঃ রাকিবুল মবিন ও লুবাবা মেহজাবিন প্রিমা, ইনজামামুল হক খান আলভী
আগামী বাজেটে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কৃষি, আইটি সহ একাধিক খাতে উদ্যোক্তাদের ১০-৯০% কর মওকুফের সুযোগ দেওয়ার চিন্তা করছে সরকার। এ বছরের জুলাই থেকে শুরু করে ২০৩০ সালের জুন পর্যন্ত এই সুবিধা থাকতে পারে। এই সকল খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও দেশের সামগ্রিক রপ্তানিতে বৈচিত্র্য আনতে এই উদ্যোগ সহায়তা করবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। আসন্ন বাজেটে ভর্তুকি,প্রণোদনা ও বিভিন্ন সংস্থাকে ঋণ দেওয়ার জন্যে ৪৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে; এরমধ্যে কৃষি খাতে সর্বোচ্চ সাড়ে ৯ হাজার কোটি টাকা, বিদ্যুতে ভর্তুকি ৯ হাজার কোটি টাকা ও খাদ্যে ৬ হাজার কোটি ভর্তুকি থাকবে। অপরদিকে, আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। অবৈধ সম্পদকে মূল অর্থনীতিতে অন্তর্ভুক্ত করার জন্য এই পদক্ষেপ জরুরী বলে মনে করছে সরকার।
0 Comments
ফারহা তাসনীম, লুবাবা মেহজাবিন প্রিমা, মাহজাবিন রশীদ লামিশা, তাকরিম হোসেন, নাসরিন সুলতানা সেতু, মারিয়াম ইসলাম, সাঈকা জামান জেবা, ইনজামামুল হক খান আলভী, নিলয় আমান
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাংলাদেশ সরকার কর্তৃক ৫ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউন ৫ মে পর্যন্ত বাড়ানো হয়। এদিকে ৩০শে এপ্রিল পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ১১৩৯৩। লকডাউনে দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠী চরম দুর্ভোগে পড়ে। সরকার ছোট বড় মোট ২৩ টি প্রণোদনার আওতায় ১২,৪৫৩ কোটি টাকা প্রদান করে। সর্বশেষ ৩৫ লাখ পরিবারকে ২৫০০ নগদ অর্থ সহায়তা দেয়ার ঘোষণা করে সরকার। সিপিডির তথ্যমতে, করোনায় দেশে দেড় কোটি মানুষ দরিদ্র হয়েছে। কাজ হারিয়েছে শ্রমশক্তির ৩ শতাংশেরও বেশি মানুষ। পিপিআরসি-বিআইজিডির জরিপমতে, ২০২০ সালে ২৭.৩% বস্তিবাসী শহর ছেড়ে গ্রামে চলে যায়, যাদের ৯.৮% এখনও ফেরেনি। এদিকে বাংলাদেশ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করলেও ক্রয়কৃত ৭০ লাখ ও উপহার হিসেবে ৩২ লাখ টিকা পায় বাংলাদেশ কিন্তু পরবর্তী টিকা চালান অনেকটাই অনিশ্চিত হওয়ায় সরকার বর্তমানে অন্যত্র আলোচনা শুরু করে রাশিয়া ও চীনা টিকার অনুমোদন দিয়েছে। ৫৮ লাখ মানুষ অন্তত এক ডোজ ও ২৭ লাখ মানুষ পূর্ণ ডোজ ভ্যাক্সিন পেয়েছে। রাশিয়ার স্পুটনিক ভি, চীনা টিকার পাশাপাশি কোভ্যাক্স এবং ফাইজার থেকেও পাওয়া যাবে কিছু টিকা। ফারহা তাসনীম, লুবাবা মেহজাবিন প্রিমা, মাহজবিন রশীদ লামিশা, তাকরিম হোসেন, ইনজামামুল হক খান আলভী,শাহরান হুসাইন,চৌধুরী নাবিলা তাসনিম, সুরভীতা বসাক
করে ও শ্রীলঙ্কার সাথে ৬টি স্মারক স্বাক্ষরিত হয়। এসকল স্মারকে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করা, বাণিজ্যে খরচ কমিয়ে আনা, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নির্মাণ ইত্যাদি বিষয় উল্লেখিত হয়েছে।
ফারহা তাসনীম, নাফিস মুবাররাত, তাকরিম হোসেইন, সাঈকা জামান জেবা ইনজামামুল হক খান আলভী, চৌধুরী নাবিলা তাসনিম, সুরভীতা বসাক ফেসবুক ভিডিও: ক্লিক করুন
লুবাবা মেহজাবিন, মাহজাবিন রশীদ লামিশা, শারিকা সাবাহ, ইনজামামুল হক খান আলভী, সাদিক মাহবুব ইসলাম ও শাহরান হুসেইন ফেসবুক ভিডিও: ক্লিক করুন
সুলতানুল আরেফিন বায়েজিদ, চৌধুরী নাবিলা তাসনিম, রাসিক আযীয কবির, মাসরুর আব্দুল্লাহ, জিনাত জাহান খান, শাহরান হুসাইন, রাকিবুল ইসলাম যেসব কারণে কমেছে ধানের দাম
শাহরান হুসাইন, নিশাত তাসনিম ইতিশা, মোঃ আজমীর রহমান সরদার, নাফিসা হক সুবাহ্, মাসরুর আব্দুল্লাহ, রাসিক আযীয কবির, চৌধুরী নাবিলা তাসনিম, সাদিক মাহবুব ইসলাম থাইল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণে সরকারের বিনিয়োগ পরিকল্পনাশাহরান হুসাইন, নিশাত তাসনিম ইতিশা দক্ষিণ পূর্ব এশিয়ার সাবেক অর্থনৈতিক পাওয়ার-হাউস থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট দেশটির অর্থনীতিকে অনিশ্চিয়তার মাঝে ফেলেছে। দেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে নবনির্বাচিত থাই সরকার ৬৩০ মিলিয়ন ডলার বিনিয়োগের এক বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে।
জিনাত জাহান খান, শেখ তাওসিফ আহমেদ, ফাহরীন হাসান রূপন্তী , রাকিবুল ইসলাম গ্যাসের দাম বাড়ানো কি আসলেই প্রয়োজন?
জিনাত জাহান খান গত মার্চ মাসের ১১ তারিখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) টিসিবি মিলনায়তনে সরকার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান পেট্রোবাংলার চার দিনের একটি গণশুনানি শুরু হয়। এই গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর পক্ষে বিভিন্ন যুক্তি স্থাপন করে পেট্রোবাংলা, তিতাস, বাখরাবাদ, কর্ণফুলীসহ মোট ছয়টি গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি। এসময় নাগরিকদের বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে পেট্রোবাংলা এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) গ্যাসকে গ্যাসের সামগ্রিক দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে আখ্যায়িত করে। তাদের প্রস্তাবে প্রতি ইউনিটে (প্রতি ঘনমিটার) ৭.১৭ টাকা কর থেকে ৯.৫৫ টাকা কর আরোপ করার কথা বলা হয়। অর্থাৎ অন্যান্য গ্যাস গড়ে ৬.৫০ টাকায় বিক্রি করা হলেও এলএনজি গ্যাস বিক্রি করা হবে ৩৯.৮২ টাকায়। এলএনজি আমদানিতে ২৫,৫৪০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলেও উল্লেখ করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সিএনজির (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) দাম প্রতি ইউনিট ৩২ টাকা থেকে ৪৮.১০ টাকা, শিল্পকারখানার বিদ্যুৎকেন্দ্রে (ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র) সরবরাহকৃত গ্যাস ৯.৬২ থেকে ১৮.৪ টাকা এবং সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের মূল্য ৩.১৬ থেকে ৯.৭৪ টাকা করার প্রস্তাব জানায়। এমনকি এক বার্নার চুলা ও দুই বার্নার চুলার মাসিক বিল শতকরা ৮০ ভাগ বাড়ানোর দাবি জানানো হয়। Chowdhury Nabila Tasnim, Mashrur Abdullah, Namira Shameem, Fardeen Kabir, Masafi Mustafa Haider Border Clashes in VenezuelaChowdhury Nabila Tasnim Venezuela plummets further into crisis as blocking of humanitarian aid results in deadly clashes at the Colombian and Brazilian border crossings. Once the richest nation in Latin America, the country has been plagued with economic collapse since the current president Nicolas Maduro took power in 2013, as the oil prices dropped globally. Since then, inflation has been skyrocketing, rendering the bolivar almost useless against the US dollar. According to a study by the opposition-controlled National Assembly, the annual inflation rate reached 1,300,000% in the 12 months to November 2018. All of this has been affecting the daily lives of Venezuelans, with people not being able to afford basic medicines and going to bed hungry.
জিনাত জাহান খান, সাফা তাসনিম, শেখ তাওসিফ আহমেদ, চৌধুরী নাবিলা তাসনিম, ইনজামামুল হক খান পুরান ঢাকার রাসায়নিক শিল্পের অপসারণ জিনাত জাহান খান কোনো শহরের আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের কারখানা বা গুদাম রাখার ক্ষেত্রে আইনগত কোনো অনুমতি নেই। বাসাবাড়িতে কোনো প্রকার দাহ্য পদার্থ মজুদ করার উপরও রয়েছে নিষেধাজ্ঞা। তবে পুরান ঢাকার অধিকাংশ ব্যবসায়ী এসব বিধি-নিষেধের পরোয়া না করে বিভিন্ন রাসায়নিক পদার্থের ব্যবসা চালিয়েই যাচ্ছে। যার ফলে এই এলাকাটি এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। সম্প্রতি চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এসব কারখানা অপসারণের দাবি আরো জোরদার হয়। অবশ্য এই বছরের শুরুতেই বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এসব রাসায়নিক কারখানা সরানোর একটি প্রকল্পের অনুমোদন পায় যার উদ্যোগ নেওয়া হয় আট বছর আগে।
|