ECONOMICS STUDY CENTER, UNIVERSITY OF DHAKA
  • Home
  • About
  • Announcement
  • ESC BLOG
  • Publications
  • ESC Research Portal
  • News and Events
  • Book Archive
  • 3rd Bangladesh Economics Summit
  • 4th Bangladesh Economics Summit
  • 5th Bangladesh Economics Summit, 2024
  • Research
  • Executive Committee
  • Digital Library
  • ESC Hall of Fame
  • Monthly Digest
  • Fairwork Pledge Supporter
  • Contact

মাসিক ডাইজেস্ট | মার্চ, ২০২১

3/31/2021

0 Comments

 
ফারহা তাসনীম, লুবাবা মেহজাবিন প্রিমা, মাহজবিন রশীদ লামিশা, তাকরিম হোসেন, ইনজামামুল হক খান আলভী,শাহরান হুসাইন,চৌধুরী নাবিলা তাসনিম, সুরভীতা বসাক
monthly_digest_march.pdf
File Size: 3388 kb
File Type: pdf
Download File

Picture
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সফরে আসেন ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধান গণ। রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি তারা বাংলাদেশের সাথে বিভিন্ন সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেন। ভারতের সাথে ৫টি, মালদ্বীপ ও নেপালের সাথে ৪টি 
করে ও শ্রীলঙ্কার সাথে ৬টি স্মারক স্বাক্ষরিত হয়। এসকল স্মারকে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করা, বাণিজ্যে খরচ কমিয়ে আনা, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নির্মাণ ইত্যাদি বিষয় উল্লেখিত হয়েছে।
২২ মার্চ কক্সবাজারের বালুখালির রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রায় ১০,০০০ ঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয় যার ফলে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাস্তচ্যুত হন। এই ঘটনায় প্রায় ১৫ জন নিহত হন, ৫৬০ জন আহত হন ও ৪০০ জন নিখোঁজ হন। রোহিঙ্গা শরণার্থীদের অনেকে মনে করেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাসান চরে স্থানান্তরের বিরোধিতা করেই কিছু রোহিঙ্গা সন্ত্রাসী এই অগ্নিসংযোগ করে।
Picture
Picture
উন্নতমানের অন্তর্ভুক্তিমূলক অধিক কর্মসংস্থান নিশ্চিত করতে, বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার (প্রায় ২ কোটি ১২৫ হাজার টাকা) ঋণের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। কোভিড-১৯ মোকাবেলার পাশাপাশি, ভবিষ্যতের সঙ্কট মোকাবেলাতে এই অর্থায়ন ভূমিকা রাখবে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে, এ তথ্য জানা যায়।
দেশে ৩১শে মার্চ পর্যন্ত করোনায় সংক্রমিত ৫৩৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে যা এ পর্যন্ত সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে, জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মার্চের শেষ সপ্তাহ থেকে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া অধিক সংক্রমিত আংশিক লকডাউনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
Picture
Picture
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে, সুনামগঞ্জের শাল্লায়, ধর্মীয় সংখ্যালঘুদের ঘরবাড়ি ও মন্দিরের ওপর হামলা চালায় ৭০-৮০ জন দুষ্কৃতিকারীদের একটি দল। এ ঘটনায় ৮৯টি বাড়ি ও ৮টি মন্দিরে ভাঙচুর করে প্রায় সাড়ে ছিয়ানব্বই লাখ টাকার ক্ষয়ক্ষতি করে হামলাকারীরা। হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি চেয়ারম্যানের বাড়িটিও।
বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের জন্য জামানতহীন ৫০০ কোটি টাকার তহবিল বিতরণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করেছে। ব্যাংকগুলো শুরুতে তহবিল থেকে অর্থ বিতরণ করবে। এছাড়াও, বাণিজ্যিক ব্যাংকগুলো ২০২০ সালের নিজ নিজ মুনাফার ০.১ শতাংশের সমান অর্থ দিয়ে নিজস্ব তহবিল গঠন করবে। বাংলাদেশ ব্যাংকের মতে, নব্য উদ্যোগ নতুন পণ্য, সেবা ও প্রযুক্তি উদ্ভাবন করে দেশে কর্মসংস্থান এবং সম্পদ তৈরি করে।
Picture
Picture
সোমবার ২৯ শে মার্চ প্রায় এক সপ্তাহ ধরে সুয়েজ খালকে অবরুদ্ধ করে রাখা বিশালাকার কনটেইনার জাহাজটিকে পুরোপুরি উদ্ধারের মাধ্যমে সুয়েজ খালে পুনরায় যান চলাচল নিশ্চিত করা হয়েছে। ইউরোপ এবং এশিয়ার মধ্যে বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবাহ হিসাবে পরিচিত এই সুয়েজ খালের ব্লকেজের ফলে বৈশ্বিক বাণিজ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। জ্বালানি তেলের দামে প্রভাব ও স্টকমূল্যের দাম বৃদ্ধিসহ ধারণা করা হচ্ছে যে প্রতিদিন গড়ে প্রায় ১৪-১৫ মিলিয়ন মার্কিন ডলারের লাভ থেকে বঞ্চিত হয়েছে সুয়েজ খালের বাণিজ্য।
গত ২৮শে মার্চ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে আন্দোলনরতদের ওপর হামলা ও ৪ জন নিহত হওয়ার ঘটনায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। হরতালে বিভিন্ন জেলায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী সাময়িকভাবে রেল চলাচল বন্ধ রাখা হয়।
Picture
Picture
গত ২৬শে মার্চ সন্ধ্যা থেকে ২৯শে মার্চ সন্ধ্যা পর্যন্ত দেশের ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীরা উক্ত প্লাটফর্ম ব্যবহারে সমস্যার কথা জানান। শুক্রবার ফেসবুক বন্ধ হওয়ার পর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানায় যে, ফেসবুক নিয়ন্ত্রণ করার জন্য এখন আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা মোবাইল অপারেটরদের ওপর সরকারকে নির্ভর করতে হয় না। সরকারের হাতেই সেই প্রযুক্তি রয়েছে। বিআরটিসির মুখপাত্রদের থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে থাকা ইরান ও চীন দীর্ঘ ২৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার ২৭ মে তেহরানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি। এই চুক্তির ফলে এই দুই মার্কিন প্রতিদ্বন্দী রাষ্ট্রের মাঝে বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
Picture
Picture
তুর্কি মুদ্রা লিরার দরপতনের পর শনিবার ২০ মার্চ দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হঠাৎ করেই বরখাস্ত করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নাসি আগবালকে। এই নিয়ে গত দুই বছরে তিনজন গভর্নর বিদায় নিলেন। গত বছরের নভেম্বরে দায়িত্বপ্রাপ্ত নাসি আগবাল তুরস্কে বিদ্যমান থাকা ১৫ শতাংশ মূল্যস্ফীতির হার কমিয়ে আনতে সুদের হার বাড়িয়ে দেওয়ার পদক্ষেপ নেন। বরখাস্তের পর তুর্কি লিরার দরপতন হয় প্রায় ১৭ শতাংশের মত।
গতবছর এপ্রিলে এমস্টার্ডাম সর্বপ্রথম ডোনাট মডেল কার্যকর করার পর সাফল্য লাভ করায়, এই বছর আরো অনেক দেশ এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস বর্তমানে এই মডেল প্রয়োগ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করার পর বিষয়টি আরেকবার সকলের নজরে আসে। যেহেতু এই মডেল পরিবেশ, মৌলিক অধিকারসহ জীবনযাপনের সবগুলো ক্ষেত্রে সমানভাবে গুরুত্বারোপ করে, তাই বিশেষজ্ঞদের ধারণা এটির বাস্তবায়ন অর্থনীতিকে দেবে নতুন গতি।
Picture
Picture
ব্যাংক অফ আমেরিকা সিকিউরিটিজ এর এক রিপোর্ট অনুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হিসাবে ২০৩১ সালের মধ্যে স্বীকৃতি পাবে ভারত। যদিও ২০২৮ সালের মধ্যেই এটি হওয়ার বিষয়ে মত প্রকাশ করেছিল বিওএফএ সিকিউরিটিজ। কিন্তু করোনা মহামারীতে তা পিছিয়ে যাওয়ায় আশা করা যায় ২০৩১ এর মধ্যে এটি সম্ভব হবে।
0 Comments



Leave a Reply.

    Archives

    March 2022
    February 2022
    January 2022
    December 2021
    November 2021
    October 2021
    September 2021
    August 2021
    July 2021
    June 2021
    May 2021
    April 2021
    March 2021
    February 2021
    January 2021
    May 2019
    April 2019
    March 2019
    February 2019

Powered by Create your own unique website with customizable templates.
  • Home
  • About
  • Announcement
  • ESC BLOG
  • Publications
  • ESC Research Portal
  • News and Events
  • Book Archive
  • 3rd Bangladesh Economics Summit
  • 4th Bangladesh Economics Summit
  • 5th Bangladesh Economics Summit, 2024
  • Research
  • Executive Committee
  • Digital Library
  • ESC Hall of Fame
  • Monthly Digest
  • Fairwork Pledge Supporter
  • Contact