ফারহা তাসনীম, তাকরিম হোসেন, মোঃ রাকিবুল মবিন ও লুবাবা মেহজাবিন প্রিমা, ইনজামামুল হক খান আলভী
আগামী বাজেটে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কৃষি, আইটি সহ একাধিক খাতে উদ্যোক্তাদের ১০-৯০% কর মওকুফের সুযোগ দেওয়ার চিন্তা করছে সরকার। এ বছরের জুলাই থেকে শুরু করে ২০৩০ সালের জুন পর্যন্ত এই সুবিধা থাকতে পারে। এই সকল খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও দেশের সামগ্রিক রপ্তানিতে বৈচিত্র্য আনতে এই উদ্যোগ সহায়তা করবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। আসন্ন বাজেটে ভর্তুকি,প্রণোদনা ও বিভিন্ন সংস্থাকে ঋণ দেওয়ার জন্যে ৪৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে; এরমধ্যে কৃষি খাতে সর্বোচ্চ সাড়ে ৯ হাজার কোটি টাকা, বিদ্যুতে ভর্তুকি ৯ হাজার কোটি টাকা ও খাদ্যে ৬ হাজার কোটি ভর্তুকি থাকবে। অপরদিকে, আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। অবৈধ সম্পদকে মূল অর্থনীতিতে অন্তর্ভুক্ত করার জন্য এই পদক্ষেপ জরুরী বলে মনে করছে সরকার।
0 Comments
|