হাসিবুল হাসান, নাজমুল আলম অর্নব, ইব্রাহিম হাসান, আশফাক আলম প্রণয়, আবরার জাওয়াদ আফিফ, জারিন তাসনিম রাইসা, মোঃ হাসিন ইসরাক,আশেক মাহমুদ, ফারহা তাসনীম, মাহজাবিন রশীদ লামিশা, জাওয়াদুল করিম, সামি মোহাম্মদ, সাদমান সাকিব রহমান
0 Comments
মোঃ তাকরিম হোসেন, ফারহা তাসনীম, মাহজাবিন রশীদ লামিশা, জাওয়াদুল করিম, সাদী মোহাম্মদ লিংকন, হোসাইন মোঃ সাহাল, হাসিবুল হাসান, নাজমুল আলম অর্নব, মোবাশ্বের হায়দার চৌধুরী
ফারহা তাসনীম, মোঃ তাকরিম হোসেন, হোসাইন মোঃ সাহাল, মাহজাবিন রশীদ লামিশা, রিফাহ তাসনিয়া পূর্বিতা, সাদী মোহাম্মদ লিংকন, সামিন ইয়াসার অনাবিল, জাওয়াদুল করিম, সুরভীতা বসাক ও মোবাশ্বের হায়দার চৌধুরী
ফারহা তাসনীম, তাকরিম হোসেন, লুবাবা মেহজাবিন ও মাহজাবিন রশীদ লামিশা, ইনজামামুল হক খান আলভী, সারারা জাফরিন
ফারহা তাসনীম, তাকরিম হোসেন, লুবাবা মেহজাবিন, মাহজাবিন রশীদ লামিশা ও সাঈকা জামান জেবা, ইনজামামুল হক খান আলভী, সারারা জাফরিন
ফারহা তাসনীম, তাকরিম হোসেন, রিফাহ তাসনিয়া পূর্বিতা, ইনজামামুল হক খান আলভী, সাদিক মাহবুব ইসলাম।
ফারহা তাসনীম, তাকরিম হোসেন, সারারা জাফরিন অহনা, ইনজামামুল হক খান আলভী, সাদিক মাহবুব ইসলাম, শাহরান হুসাইন
ফারহা তাসনীম, লুবাবা মেহজাবিন প্রিমা, তাকরিম হোসেন, সারারা জাফরিন অহনা, নিলয় আমান, ইনজামামুল হক খান আলভী
ফারহা তাসনীম, লুবাবা মেহজাবিন প্রিমা, মাহজাবিন রশীদ লামিশা, সাবিহা শারমিন ইভা, তাকরিম হোসেন, আরিক রহমান, নিলয় আমান, ইনজামামুল হক খান আলভী
গত ৮ জুলাই নারায়নগঞ্জের রুপগঞ্জে হাশেম ফুড ফ্যাক্টরিতে আগুন লেগে মারা গিয়েছে প্রায় অর্ধশতাধিক শ্রমিক। লাশগুলো এতটাই পুড়ে গিয়েছিল যে; কে নারী, কে পুরুষ তা চেনার উপায় ছিল না। মরদেহগুলো উদ্ধার করা হয় ভবনের চতুর্থ তলা থেকে। ৮ই জুলাই, বিকাল ৫টার দিকে ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু ৬ তলার বিশাল কারখানা ভবনে বের হওয়ার পথ মাত্র দু’টি। পুরো ভবনে ছিল না কোনো অগ্নিনির্বাপন ব্যবস্থাও। শ্রমিকরা আগুনের ধোয়া ও তাপে আটকে পড়ে প্রাণ বাঁচাতে ছাদের দিকে যায় কিন্তু তার আগে আগুন গ্রাস করে নেয় ৪র্থ তলার শ্রমিকদের। বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজন মারা যান। এ ছাড়াও, শুক্রবার পর্যন্ত ফায়ার সার্ভিস ৪৯ জনের লাশ উদ্ধার করে। অগ্নিকাণ্ডে আহত এবং নিহত শ্রমিক ও তাদের পরিবারেরা ক্ষতিপূরণ দাবী করেছে। বাংলাদেশের শ্রম আইন মতে, সজীব গ্রুপকে নিহতদের মাত্র ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কারখানার মালিকসহ ৮ জন কে পুলিশ একটি হত্যা মামলায় গ্রেফতার করে। অগ্নিকাণ্ড প্রসঙ্গে সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম বলেছেন, ‘জীবনে বড় ভুল করেছি ইন্ডাস্ট্রি করে। ইন্ডাস্ট্রি করলে শ্রমিক থাকবে; শ্রমিক থাকলে কাজ হবে; কাজ হলে আগুন লাগতেই পারে; এর দায় কি আমার?’ ফারহা তাসনীম, তাকরিম হোসেন, রিফাহ তাসনিয়া পূর্বিতা ও লুবাবা মেহজাবিন প্রিমা, ইনজামামুল হক খান আলভী, চৌধুরী নাবিলা তাসনিম ও সাদিক মাহবুব ইসলাম জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে সুইজারল্যান্ড সরকারের প্রস্তাবিত নীতি সন্দেহের মুখে ফেলেছে দেশটির ভোটাররা। গত ১৩ জুন এক গণভোটের মাধ্যমে দেখা যায়, ভোটাররা সরকারীভাবে গাড়ি জ্বালানী এবং বিমানের টিকিটের উপর করের পরিকল্পনা প্রত্যাখ্যান করে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্যারিস চুক্তির আওতায়, সুইজারল্যান্ডকে লক্ষ্যগুলি পূরণ করতে সহায়তা করার জন্য এই পদক্ষেপগুলি তৈরি করা হয়েছিল। দেশ কোভিড -১৯ থেকে পুনরুদ্ধার করার চেষ্টা করার সাথে অনেক ভোটার এ পদক্ষেপগুলোর অর্থনীতিতে প্রভাব নিয়ে চিন্তিত বলে মনে হচ্ছে। বিরোধীরা আরও উল্লেখ করেছে যে সুইজারল্যান্ড বিশ্বব্যাপী নিঃসরণের মাত্র ০.১% এর জন্য দায়ী, এবং সন্দেহ প্রকাশ করেছে যে এ জাতীয় নীতি পরিবেশকে সহায়তা করবে কিনা। সুইজারল্যান্ডের প্রত্যক্ষ গনতন্ত্র ব্যবস্থার অধীনে, ৪৯% ভোট পক্ষে ও ৫১% বিপক্ষে যায়। |