ECONOMICS STUDY CENTER, UNIVERSITY OF DHAKA
  • Home
  • About
  • Announcement
  • ESC BLOG
  • Publications
  • ESC Research Portal
  • News and Events
  • Book Archive
  • 3rd Bangladesh Economics Summit
  • 4th Bangladesh Economics Summit
  • 5th Bangladesh Economics Summit, 2024
  • Research
  • Executive Committee
  • Digital Library
  • ESC Hall of Fame
  • Monthly Digest
  • Fairwork Pledge Supporter
  • Contact

মাসিক ডাইজেস্ট | জুলাই, ২০২১

7/31/2021

0 Comments

 
ফারহা তাসনীম, লুবাবা মেহজাবিন প্রিমা, মাহজাবিন রশীদ লামিশা, সাবিহা শারমিন ইভা, তাকরিম হোসেন, আরিক রহমান, নিলয় আমান, ইনজামামুল হক খান আলভী
esc_monthly_digest_july_2021.pdf
File Size: 1145 kb
File Type: pdf
Download File

Picture
গত ৮ জুলাই নারায়নগঞ্জের রুপগঞ্জে হাশেম ফুড ফ্যাক্টরিতে আগুন লেগে মারা গিয়েছে প্রায় অর্ধশতাধিক শ্রমিক। লাশগুলো এতটাই পুড়ে গিয়েছিল যে; কে নারী, কে পুরুষ তা চেনার উপায় ছিল না। মরদেহগুলো উদ্ধার করা হয় ভবনের চতুর্থ তলা থেকে। ৮ই জুলাই, বিকাল ৫টার দিকে ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু ৬ তলার বিশাল কারখানা ভবনে বের হওয়ার পথ মাত্র দু’টি। পুরো ভবনে ছিল না কোনো অগ্নিনির্বাপন ব্যবস্থাও। শ্রমিকরা আগুনের ধোয়া ও তাপে আটকে পড়ে প্রাণ বাঁচাতে ছাদের দিকে যায় কিন্তু তার আগে আগুন গ্রাস করে নেয় ৪র্থ তলার শ্রমিকদের। বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজন মারা যান। এ ছাড়াও, শুক্রবার পর্যন্ত ফায়ার সার্ভিস ৪৯ জনের লাশ উদ্ধার করে। অগ্নিকাণ্ডে আহত এবং নিহত শ্রমিক ও তাদের পরিবারেরা ক্ষতিপূরণ দাবী করেছে। বাংলাদেশের শ্রম আইন মতে, সজীব গ্রুপকে নিহতদের মাত্র ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কারখানার মালিকসহ ৮ জন কে পুলিশ একটি হত্যা মামলায় গ্রেফতার করে। অগ্নিকাণ্ড প্রসঙ্গে সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম বলেছেন, ‘জীবনে বড় ভুল করেছি ইন্ডাস্ট্রি করে। ইন্ডাস্ট্রি করলে শ্রমিক থাকবে; শ্রমিক থাকলে কাজ হবে; কাজ হলে আগুন লাগতেই পারে; এর দায় কি আমার?’

Picture
ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে যমুনা গ্রুপ। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪০৭.১৮ কোটি টাকার আর্থিক দায়ের বিপরীতে কোম্পানিটির মাত্র ৬৫.১৭ কোটি টাকার সম্পদ রয়েছে। অপরদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগের সংখ্যা সর্বাধিক। সার্বিক পরিস্থিতিতে কোম্পানিটি বন্ধ হবার উপক্রম হলেও যমুনা গ্রুপের বিনিয়োগ এই অবস্থার পরিবর্তন করে। কোম্পানিতে বিদেশি বিনিয়োগও প্রত্যাশা করছেন ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাসেল।

Picture
করোনা ভাইরাস মহামারির জন্যে এবার কোরবানীর পশু অনলাইনে বিক্রি হয়েছে পূর্বের যে-কোন সময়ের চেয়ে বেশি। এ বছর অনলাইনে প্রায় ৩ লাখ ৮০ হাজারেরও বেশি পশু বিক্রি হয়েছে এবং ২.৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের ব্যবসা হয়েছে। সংক্রমণ কমানোর লক্ষ্যে পশু বিক্রির জন্যে সরকারিভাবে গড়ে ওঠে "ডিজিটাল হাট" নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। একই সাথে; ‘দারাজ’, ‘হাংরিনাকি’, ‘বেঙ্গল মিট’, ‘বিক্রয় ডট কম’-এর মতো একাধিক বেসরকারি কোম্পানিও অনলাইনে পশু বিক্রি করে। তবে বিশেষজ্ঞদের মতে, এখনও বাংলাদেশের অধিকাংশ মানুষ তথ্যপ্রযুক্তির সাথে সম্পৃক্ত না হওয়ায় এখানে বাণিজ্য বৃদ্ধি করার আরও সুযোগ রয়েছে।

Picture
২০টি বৃহৎ অর্থনৈতিক জোট, জি-২০’র অর্থমন্ত্রী এবং এর অন্তর্গত ২০টি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরগণ; বহুজাতিক কোম্পানিগুলোর উপর কর আরোপের নতুন নীতিমালা নিয়ে একটি ‘ঐতিহাসিক ঐক্যমতে’ পৌঁছেছেন। ১০ই জুলাই ইতালির ভেনিসে জি-২০'র অর্থনৈতিক খাতের প্রধানরা এই যৌথ ইশতেহার গ্রহণ করার মধ্য দিয়ে দু’দিনের এক আলোচনা শেষ করেছেন। এই আলোচনায় তাঁরা বহুজাতিক কোম্পানিগুলো থেকে আরও বেশি কর আদায়ের লক্ষ্যে ন্যূনতম  ১৫% হারে বৈশ্বিক কর্পোরেট কর নির্ধারণের জন্য ১৩২টি দেশের একটি গ্রুপের নেয়া পদক্ষেপকে সমর্থন করেন। এ বছর অক্টোবরের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কর সংস্কারের এই আলোচনা অব্যাহত থাকবে বলে জানা যায়।

Picture
বিটকয়েনের মত বিভিন্ন ভার্চ্যুয়াল মুদ্রা, ক্রিপ্টোকারেন্সির মালিকানা, সংরক্ষণ ও লেনদেন দেশে সম্পূর্ণ অবৈধ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে অর্থনৈতিক ও আইনগত ঝুঁকি আছে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। ক্রিপ্টোকারেন্সি বিষয়ক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘একটি নির্দিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার গোপনীয় ব্যবহারের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে পত্রের মাধ্যমে প্রেরিত মতামতের অংশবিশেষ কোনও কোনও গণমাধ্যমে খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে; যা কোনক্রমেই সাধারণ্যে প্রচারযোগ্য নয়।’ অর্থাৎ; বিভিন্ন সংবাদমাধ্যমে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির বৈধতামূলক যে সংবাদ ছাপা হয়েছে, তা সঠিক ছিল না। এসব ভার্চ্যুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ইস্যু করে না। ফলে, এ মুদ্রার বিপরীতে কোনো আর্থিক দাবিও স্বীকৃত নয়। 

Picture
​২৬ জুলাই ২০২১, তিউনিসিয়ার রাষ্ট্রপতি কাইস সাইয়েদ বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত এবং সেনাবাহিনীর সহায়তায় সংসদ স্থগিত করার পর, গণতন্ত্রের এক দশকের সবচেয়ে খারাপ সংকটের মুখোমুখি হচ্ছে দেশটি। রাষ্ট্রপতি সাইয়েদ ২৫ জুলাই রাতে প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত এবং ৩০ দিনের জন্য সংসদ স্থগিত করার জরুরি ক্ষমতা প্রয়োগ করেন। সেই সাথে তিনি প্রতিরক্ষা মন্ত্রী ইব্রাহিম বার্তাজি ও ভারপ্রাপ্ত বিচারপতি হাসনা বেন স্লিমেনকে বরখাস্ত করেন এবং এক মাসের কারফিউ ঘোষণা করেন। এন্নাহাদা আন্দোলনের বিরুদ্ধে ধারাবাহিক বিক্ষোভ, অর্থনৈতিক দুরবস্থা এবং তিউনিসিয়ায় করোনার প্রাদুর্ভাবের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপতির এই সিদ্ধান্তগুলো নিয়েছেন বলে জানা যায়। এ ঘটনাকে নিন্দনীয় অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছে দেশটির ইসলামপন্থীসহ বড় রাজনৈতিক দলগুলো। তিউনিসিয়ার পার্লামেন্টের স্পিকার এবং এন্নাহাদা আন্দোলনের নেতা রাচেড ঘ্যানুচি প্রতিবাদের অংশ হিসেবে তার সমর্থকদের রাস্তায় নামবার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রপতির পদক্ষেপ গণতন্ত্রের উপর আঘাত। সোমবার পার্লামেন্ট ভবনের বাইরে প্রতিদ্বন্দ্বী দলগুলি মুখোমুখি হয় এবং একে অপরকে পাথর ছুঁড়ে মারে। তবে, বিক্ষোভের আকার কয়েকশো মানুষে সীমাবদ্ধ ছিল এবং বড় কোনও সহিংসতা ঘটেনি। 

Picture
চীনের হেনান প্রদেশে গত ১৭ জুলাই থেকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চরম আবহাওয়ার জন্য দীর্ঘদিন ধরে ভারী বৃষ্টিপাতে মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশের রাজধানী ঝেংঝুতে ঘণ্টায় ২০১.৯ মিলিমিটার রেকর্ড-ব্রেকিং বৃষ্টিপাত লক্ষ্য করা হয়েছে। প্রদেশের ১৯টি আবহাওয়া কেন্দ্র তাদের দৈনিক বৃষ্টির রেকর্ড পুনর্নবীকরণ করেছে। ২৯ জুলাই পর্যন্ত কমপক্ষে ৯৯ জন মারা গেছেন ও ৫ জন নিখোঁজ হয়েছেন। এছাড়াও, ৮১৫,০০০ জন মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, ১.১ মিলিয়ন মানুষকে স্থানান্তরিত করা হয়েছে এবং ৯.৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

Picture
মাত্র এক সপ্তাহের মধ্যেই মোট প্রাপ্ত বয়স্ক নাগরিকের ৯০% মানুষকে করোনার টিকা কর্মসূচির আওতায় আনতে সক্ষম হয়েছে হিমালয় রাষ্ট্র ভুটান। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত ৮ লক্ষ জনসংখ্যার ছোট্ট এ দেশটিতে  টিকার দ্বিতীয় ডোজ এর কার্যক্রম শুরু হয় ২০শে জুলাই। যদিও দেশটির জনসংখ্যা কম হওয়ায় এটি সম্ভব হয়েছে, তবুও দেশটির কর্তৃপক্ষের এমন জোর তৎপরতার প্রশংসা করেছে জাতিসংঘ। ইউনিসেফের মতে, এটি সম্ভবত গোটা মহামারী সময়কালের সবচেয়ে দ্রুততম টিকা কার্যক্রম।

Picture
সাম্প্রতিক সময়ে যে বিষয়টি আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি তোলপাড় তৈরি করেছে, তা হচ্ছে তালেবানদের কার্যক্রমের হঠাৎ প্রসার; যা একের পর এক শিরোনাম হয়েই চলেছে এই পুরো মাস ধরে। একই সাথে, তা প্রশ্নবিদ্ধ করছে অনেক দেশের এই বিষয়ে অবস্থানকে; অনেকে আবার একে নিচ্ছেন বড় রকমের বিপদের পূর্বাভাস হিসেবে। ২০০১ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই দীর্ঘ সময়ে এই প্রথমবারের মত আফগানিস্তানের সবচেয়ে বেশি এলাকায় তালেবানদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই ক্রমবর্ধমান সংখ্যার উর্ধ্বমুখী গ্রাফ এবং এর সাথে বিশ্ব রাজনীতিতেও তাদের আকস্মিক প্রবেশ জন্ম দিয়েছে অসংখ্য প্রশ্নের। সাম্প্রতিক সময়ে চীনের সাথে তালেবান নেতাদের সাক্ষাৎ তৈরি করেছে বিশ্ব রাজনীতিতে হাজারো উদ্বেগ ও উৎকণ্ঠার।আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহারকে কেন্দ্র করে চলতে থাকা অস্থিরতা এই ঘটনায় লাভ করে নতুন মোড়। যদিও, চীন এটিকে আফগানিস্তানের সাথে শান্তি চুক্তির একটি উপায় হিসাবে উপস্থাপন করছে। এছাড়াও, এই সাক্ষাৎকারের মাধ্যমে চীন-তালেবান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলে চীনের নিরাপত্তার অন্যতম অন্তরায় পূর্ব তুর্কিস্তানের ইসলামিক আন্দোলনেরও ইতি আসবে বলে চীনের বিশ্বাস। অন্যদিকে, চীন থেকে বৈধতা পাওয়ার বিষয়টি দুই দেশেরই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে বলে জানান তালেবান মুখপাত্র মোহাম্মদ নায়েম। একইসাথে, ব্রিটিশ সরকারের তালেবানকে শান্তিরক্ষার যুক্তিতে বৈধতা দেয়ার বিষয়টিকে খুব একটা সুনজরে দেখছে না ভারত। ফলে, এই এক ঘটনার ফলাফল হিসেবে বিশ্বরাজনীতি ও অর্থনীতিতে আসন্ন সময়ে বড় ধরণের পরিবর্তনের আশংকাও করছেন অনেকে। এখন দেখবার বিষয়, আসন্ন সময়ে কোনদিকে মোড় নেয় তালেবানদের কার্যক্রম। 

0 Comments



Leave a Reply.

    Archives

    March 2022
    February 2022
    January 2022
    December 2021
    November 2021
    October 2021
    September 2021
    August 2021
    July 2021
    June 2021
    May 2021
    April 2021
    March 2021
    February 2021
    January 2021
    May 2019
    April 2019
    March 2019
    February 2019

Powered by Create your own unique website with customizable templates.
  • Home
  • About
  • Announcement
  • ESC BLOG
  • Publications
  • ESC Research Portal
  • News and Events
  • Book Archive
  • 3rd Bangladesh Economics Summit
  • 4th Bangladesh Economics Summit
  • 5th Bangladesh Economics Summit, 2024
  • Research
  • Executive Committee
  • Digital Library
  • ESC Hall of Fame
  • Monthly Digest
  • Fairwork Pledge Supporter
  • Contact