রুবায়েত আলম ডিজাইনঃ তাসনিমুসসাদ আব্দুল্লাহ ২০২১ সালের এই বছরে ডেভিড কার্ড, যশুয়া অ্যাঙ্গরিস্ট এবং গাইডো ইমবার্নস-কে "challenged conventional wisdom"- কাজের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই তিনজন "practical experiment" ব্যবহারে প্রথমবারের মতো কাজ করার কারণে যুগ্মভাবে পুরস্কার লাভ করেছেন। এদের মধ্যে মার্কিন রাজ্যে কর্মসংস্থানের উপর ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রভাব সম্পর্কে গবেষণার জন্য প্রফেসর ডেভিড কার্ড সবচেয়ে বেশি পরিচিত। তাঁর গবেষণা গবেষকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি সম্পর্কিত প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে। প্রচলিত সেই ধারণাটিকে কেন্দ্র করেই তাঁর এত গবেষণা। এর পাশাপাশি কার্ড আরও দেখিয়েছেন যে, যারা একটি দেশে জন্মগ্রহণ করেছেন তাদের আয় নতুন অভিবাসীদের দ্বারা উপকৃত হতে পারে, যখন আগে আসা অভিবাসীরা নেতিবাচকভাবে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।
0 Comments
|
Archives
August 2022
Send your articles to: |