জিনাত জাহান খান “গ্রহ-নক্ষত্রের হিসাব অঙ্ক কষে বলে দিতে পারি, তবে মানুষের পাগলামি বুঝতে পারলাম না”, উক্তিটি গতিসূত্রের আবিষ্কারক স্যার আইজাক নিউটনের। প্রায় ৩০০ বছর আগে ১৭২০ সালে শেয়ারবাজারে ভয়াবহ লোকসানের শিকার হলে অনেকেই তাঁর কাছে জানতে চায় যে, তিনি একজন বিজ্ঞানী হয়েও শেয়ারের দামের ভবিষ্যৎ বুঝতে অপারগ হলেন কী করে, নাকি তিনি অঙ্ক কষতেই ভুল করেছেন। আর এরই জবাবে স্যার নিউটন উপরোক্ত কথাটি বলেন। অষ্টাদশ শতকের গোড়ার দিকে লন্ডনভিত্তিক ‘সাউথ সি' কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে তাঁকে এই ক্ষতির সম্মুখীন হতে হয়। তাঁর লোকসানের পরিমাণ ছিল প্রায় ২০ হাজার পাউন্ড, যা আজকের বাজার মূল্যে প্রায় ২৬ কোটি পাউন্ড হবে।
0 Comments
|
Archives
August 2022
Send your articles to: |