রিফাহ তাসনিয়া পূর্বিতামাইক্রোফাইন্যান্স বা ক্ষুদ্রঋণ এমন এক আর্থিক সেবা, যা দ্বারা ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা হয়। সাধারণত এই ঋণ প্রদান করা হয় নিম্ন আয়ের মানুষ ও বেকারদের আত্মকর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে। ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণে অপারগ দরিদ্র অসহায়ের সেবায় এগিয়ে আসে বিভিন্ন এমএফআই (MFI) বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো। অন্তত তাই কাম্য।
এবার আসি কেন ব্যাংক বা অন্যান্য আর্থিক সংগঠন নিম্ন আয়ের ব্যক্তিদের ঋণ দানে উৎসাহিত হয় না। সাধারণত প্রতিটি ব্যাংকেরই লেন্ডিং পলিসি থাকে, যেখান থেকে অর্থ ফেরত পাবার সম্ভাবনা কম সেখানে তারা লোন দিতে উৎসাহ বোধ করে না। অত্যন্ত দরিদ্র ও জমিহীন মানুষের জামানত হিসেবে সুনির্দিষ্ট সম্পদ বা উৎস থাকে না। এর ফলে উদ্যোগ গ্রহণের মত অর্থ ঋণ দেবার ঝুঁকি ব্যাংকগুলো নিতে চায় না। "দারিদ্র্যের দুষ্টচক্রে" আবর্তিত এই জনগোষ্ঠী পিছিয়েই থাকে। এই পিছিয়ে পড়া মানুষগুলোকে মেইনস্ট্রিমে আনতেই ক্ষুদ্র ঋণ সংগঠনগুলো কাজ করে থাকে। এই সংগঠন নন প্রফিট বা অলাভজনক হতে পারে, আবার ফর প্রফিট বা লাভজনকও হতে পারে। তাহলে প্রশ্ন থেকেই যায় যে, জামানত ছাড়াই যদি ঋণ প্রদান করে তাহলে এই সংস্থাগুলোর অর্থ ফেরত পাবার নিশ্চয়তা কোথায়?
1 Comment
|
Archives
May 2022
Send your articles to: |