"Thinking Ahead: Meet the veterans of EconDU” শিরোনামে আয়োজিত হয় ইকোনোমিক্স স্টাডি সেন্টারের গতকালকের আয়োজন যেখানে বক্তা ছিলেন ফারজিন ফেরদৌস আলম ( চেয়ারম্যান , অগ্র ভেঞ্চার্স ) এবং নাহিয়ান বিন খালেদ ( রিসার্চ অ্যাসিসটেন্ট , ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সিটিটিউট) । বক্তারা তাদের নিজ নিজ ক্ষেত্রের অভিজ্ঞতা ভাগাভাগি করার সাথে সাথে আগামী দিনের অর্থনীতিবিদদের জন্য নিজেদের মূল্যবান উপদেশও রেখে যান।
ইকোনোমিক্স স্টাডি সেন্টার তাদের মূল্যবান সময় আমাদের দেয়ার জন্য কৃতজ্ঞ এবং তাদেরকে অর্থনীতি বিভাগে পুনরায় পেয়ে গর্বিত।
0 Comments
Leave a Reply. |
|