গত ০৭-০২-২০১৯ তারিখ সকাল ১১:০০টায় অর্থনীতি বিভাগের ৩০৩ নং কক্ষে ইকনমিক্স স্টাডি সেন্টার কর্তৃক আয়জিত পাঠচক্রের ৩য় সেশনটি অনুষ্ঠিত হয়। বরাবরের মত এই সেশনটিতেও অর্থনীতি বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূর্বনির্ধারিত বিষয়ের উপর একটি প্রাণবন্ত আলোচনা হয়।
এবারের পাঠচক্রের আলোচনার বিষয় ছিল-Neo-liberalism: A Doctrine Curbing Societal Welfare. আলোচনার শুরুতেই নব্যউদারনীতিবাদ কী এবং এর উৎপত্তির ইতিহাসটি তুলে ধরা হয়। সমগ্র আলোচনায় শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আয় বৈষম্যের উপর নব্যউদারনীতিবাদের প্রভাব এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে নব্যউদারনীতিবাদ কতটা গ্রহণযোগ্য তা ফুটে ওঠে।
0 Comments
Leave a Reply. |
|