ইএসসি সংলাপের এবারের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে- "বিজয়ের ৫০ বছর: সামাজিক অর্জন ও বঞ্চনার গল্প"। স্বাধীনতার পর থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দারিদ্র বিমোচন এবং সামাজিক সূচকে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিগত ১০ বছরে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির ২০টি দেশের অন্যতম। কিন্তু এই উচ্চ ও স্থিতিশীল প্রবৃদ্ধির সুফল সমভাবে ও যথাযথভাবে বণ্টিত না হওয়ায় সমাজের পিছিয়ে পড়া মানুষেরা এই উন্নয়নের অংশীদার হতে পারেনি। ফলস্বরূপ সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের হার বৃদ্ধি পেয়েছে। আর সেই সাথে বাড়ছে বিভিন্ন পর্যায়ে সহিংসতা। লিঙ্গভিত্তিক সহিংসতা বিশেষ করে নারীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন, ধর্ষণ, আর্থিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন ধরনের পারিবারিক সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। তাছাড়া ধর্মীয় সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীদের সামাজিক নিরাপত্তার অভাবে প্রায়ই বিভিন্ন অবমাননা ও সহিংসতার শিকার হতে হয়। বিগত কয়েক দশকে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার জন্যে প্রণীত নীতিমালার কার্যকারিতা এবং নারী, প্রতিবন্ধী, লিঙ্গ ও যৌন সংখ্যালঘু, আদিবাসীসহ সমাজের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করাই এবারের এই পর্বের মূল লক্ষ্য। তাছাড়া আগামী এই পর্বটিতে ড. রেহমান সোবহানের দরিদ্রতার সংজ্ঞার উপর ভিত্তি করেও আলোচনা করা হবে। তাঁর মতে, দারিদ্র্য হলো এমন একটি প্রক্রিয়া যা সমাজের উল্লেখযোগ্য অংশের মানুষদের উন্নতি করার এবং বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ন্যায্যভাবে অংশগ্রহণের সুযোগ থেকে বিরত রাখে। বিষয়: ইএসসি সংলাপ পর্ব ৬ - "বিজয়ের ৫০ বছর: সামাজিক অর্জন ও বঞ্চনার গল্প” তারিখ: ১৯ ডিসেম্বর, ২০২০ সময়: সন্ধ্যা ৭টা সভাপতি: অধ্যাপক ড. এম এম আকাশ - চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় বক্তা: ড. বিনায়ক সেন - গবেষণা পরিচালক, বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (BIDS) মহুয়া পাল - সহপ্রতিষ্ঠাতা, অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন খুশি কবির - সমাজকর্মী; কো-অর্ডিনেটর, নিজেরা করি সঞ্জীব দ্রং - সভাপতি, ইন্ডিজেনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (IPDS)
0 Comments
Leave a Reply. |
|