ইএসসি আলাপন ইএসসির একটি অন্যতম আলোচনা অনুষ্ঠান যার মাধ্যমে ইএসসি সমসাময়িক বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরার চেষ্টা করে। ইএসসি আলাপনের ৪র্থ পর্বে বাংলাদেশের শ্রম বাজারের বর্তমান পরিস্থিতি, কোভিড-১৯ পরবর্তী চিত্র, বিদ্যমান বৈষম্য এবং বেকারত্ব সমস্যা দূরীকরণ কর্মসূচীর উপর আলোকপাত করা হয়েছে। বাংলাদেশের ১৬ কোটি জনগণের প্রায় ২০% তরুণ, তবে শ্রমবাজারের হিসাবে তাদের অংশগ্রহণের হার বরাবরই মতই আশংকাজনক। প্রতিবছরই আরো বেশি হারে বেড়ে চলেছে বেকার তরুণের সংখ্যা। কোভিড-১৯ মহামারী এই পুরো পরিস্থিতির উপর রেখেছে আরো বৈরি প্রভাব। জরিপের হিসাব মতে করোনা মহামারীর কারণে এই দেশের তরুণ সমাজের ১৫% তাদের চাকরি বা কর্মসংস্থান হারিয়েছে। লিঙ্গভেদে কিংবা শহর-গ্রাম নির্বিশেষে এদেশের যুবসমাজের জন্যে কর্মসংস্থানকে সহজ ও বেকারত্বের সমস্যাকে দূর করা এই সময়ে আমাদের অর্থনীতির জন্যে এক বড় চ্যালেঞ্জ। ইএসসি আলাপনের এবারের পর্ব আয়োজিত হয়েছে একটি ভিন্ন ফরম্যাটে, সহযোগিতায় ছিল বাংলাদেশ ইকোনমিকস স্টুডেন্টস নেটওয়ার্ক। এ পর্বে বিশেষজ্ঞ অতিথিদের পাশাপাশি শ্রমবাজারে অংশগ্রহণ বিষয়ে তরুণদের থেকেও আমরা শুনেছি তাদের ভাবনাগুলো। বিষয়: শ্রম বাজারে তরুণদের অংশগ্রহণ
তারিখ: ১৬ অক্টোবর, ২০২১ সময়: সন্ধ্যা ৭:৩০ টায় বিশেষজ্ঞ প্যানেল: ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়লগ ড. সায়মা হক বিদিশা, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় মোহাম্মদ নাজমুল অভি হোসেন, প্রোগ্রাম অফিসার, আন্তর্জাতিক শ্রম সংস্থা শিক্ষার্থী প্যানেল: মোঃ শাহরিয়ার মাহমুদ মুবিন, অধ্যয়ন বিষয়ক দলনেতা, ইয়াং ইকোনোমিস্টস্ ফোরাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মস্তুাফা সাদমান সাকিব, উপ-সভাপতি , রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট শাখা, বি .ইউ.পি ইকোনমিকস ক্লাব, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস্ মেহেদী হাসান, হেড অফ লজিস্টিক, ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটি ইকোনমিকস ক্লাব, ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয় মিডিয়া পার্টনার: বণিক বার্তা ফিনান্সিয়াল এক্সপ্রেস ইভেন্ট লিংক: https://fb.me/e/3VvSiYVSw
1 Comment
6/5/2023 10:47:23 pm
I wanted to express my gratitude for your insightful and engaging article. Your writing is clear and easy to follow, and I appreciated the way you presented your ideas in a thoughtful and organized manner. Your analysis was both thought-provoking and well-researched, and I enjoyed the real-life examples you used to illustrate your points. Your article has provided me with a fresh perspective on the subject matter and has inspired me to think more deeply about this topic.
Reply
Leave a Reply. |
|