ইকোনোমিক্স স্টাডি সেন্টার এর দেয়ালপত্রিকা সিরিজ এর নাম "অর্থমনর্থম?"। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে । প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বারান্দায় এবং টিএসসি তে।
অর্থমনর্থম একটি সংস্কৃত শব্দ। এর অর্থ, অর্থই সকল অনর্থের মূল। তাই অর্থমনর্থম এর পরে একটি প্রশ্ন চিহ্ন দিয়ে আমরা এর অর্থকেই প্রশ্ন করেছি; অর্থই কি সমস্ত অনর্থের মূল? মানুষের জীবন, সমাজ, রাজনীতি, সংস্কৃতির ওপর অর্থনীতি প্রায় নিয়ন্ত্রকের প্রভাব রাখে। তাই রাজনৈতিক অর্থনীতি কে বুঝতে পারা প্রত্যেকটি মানুষের জন্যই জরুরী। ইকোনোমিক্স স্টাডি সেন্টার সবসময়ই বৃহত্তর সমাজের প্রতি দায়বদ্ধ এবং সে কারণেই রাজনৈতিক অর্থনীতির নানা বিশ্লেষণ, তত্ত্ব এবং আলোচনার বিস্তারের পক্ষপাতী। এই পক্ষপাতিত্ব থেকেই "অর্থমনর্থম?" এর জন্ম। "অর্থমনর্থম?" এর প্রথম সংখ্যার প্রতিপাদ্য বিষয় "ভাষা আন্দোলন: রাজনৈতিক ও অর্থনৈতিক পর্যালোচনা"। নিয়মিত বিরতিতে রাজনৈতিক অর্থনীতির বিভিন্ন বিষয়ের ওপর এই দেয়ালপত্রিকা প্রকাশিত হবে।
0 Comments
Leave a Reply. |
|