ইএসসি আলাপনের দ্বিতীয় পর্বে আমাদের সাথে ছিলেন Sakib Bin Rashid. ফেইসবুক লাইভে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসসির সাবেক কোষাধযক্ষ এবং গুরুকুল অনলাইন লার্নিংয়ের আ্যসিস্টেন্ট ম্যানেজার (ব্র্যান্ড এন্ড মার্কেটিং) সিহাব হাসান নিয়ন। সাকিব বিন রশীদ বর্তমানে ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের কারিকুলাম এন্ড ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট হিসেবে নিয়োজিত আছেন। এছাড়াও, তিনি টেন মিনিট স্কুলের চিফ ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। বর্তমান তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এই ব্যক্তিত্ব বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন। করোনা মহামারির সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের আনাগোণা স্বাভাবিক সময়ের থেকেও বহুগুণ বেড়ে যায়, যার ফলে করোনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার প্রচেষ্টা ব্যাহত হয়। এই কারণেই এ পর্বে আমাদের আলোচ্য বিষয় ছিল "সামাজিক যোগাযোগ মাধ্যম ও গুজব"।
0 Comments
Leave a Reply. |
|