ইকোনমিক্স স্টাডি সেন্টার অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশে তৎপর থাকার সাথে সাথে মুক্তমনের চর্চা এবং আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মৃতি রোমন্থন করাকে সর্বদা উৎসাহিত করে। গত বছর ইএসসি একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে ভাষা আন্দোলনের অর্থনৈতিক ভিত্তিকে সামনে রেখে প্রকাশ করেছিল দেয়াল পত্রিকা “অর্থমনর্থম”। তাঁরই ধারাবাহিকতায় এ বছর ইএসসি আয়োজন করছে বাংলা ভাষাকে নিয়ে বাংলা ভাষায় লেখালেখির প্রতিযোগিতাঃ “ভাষার মাসে ভাষা কথন”।
0 Comments
Leave a Reply. |
|