ইকোনমিকস স্টাডি সেন্টার জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতির সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। ইএসসি আলাপন ইএসসির অন্যতম অনলাইন আলোচনা অনুষ্ঠান যার মাধ্যমে আমরা সমসাময়িক বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরার চেষ্টা করি। করোনা মহামারির এই সময়ে দেশের দরিদ্র জনগোষ্ঠী কষ্টে জীবনযাপন করছেন। পিপিআরসি-বিআইজিডির একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী, দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে ৫৫৯৪ কোটি টাকা সহায়তা প্রয়োজন। বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরণের ত্রাণ কর্মসূচি গৃহীত হয়েছে। কিন্তু সেটি কি প্রয়োজনের তুলনায় যথেষ্ট? যাদের সহায়তা প্রয়োজন, তারা কি প্রকৃতপক্ষেই সহায়তা পাচ্ছেন? অব্যবস্থাপনার কারণে ত্রাণ কর্মসূচির কার্যকারিতা কতটুকু হ্রাস পাচ্ছে? সঞ্চালনায়ঃ
সিহাব হাসান নিয়ন, ট্রেজারার, ইকোনমিকস স্টাডি সেন্টার আলোচকঃ ড. নারায়াণ চন্দ্র দাস, সিনিয়র রিসার্চ ফেলো, ব্র্যাক ইন্সটিটিউট অফ গভরনেন্স এন্ড ডেভেলপমেন্ট নাজমুল হোসেন অভি, গবেষক, ইউরোপিয়ান সেন্টার ফর এডভান্সড রিসার্চ ইন ইকোনমিকস এন্ড স্ট্যাটিসটিকস, ব্রাসেলস ইউনিভার্সিটি তাহমিদ হাসান, স্বেচ্ছাসেবক, পাশে আছি initiative
0 Comments
Leave a Reply. |
|