ভাষার মাস ফেব্রুয়ারীর সাথে সাযুজ্য রেখে এবারের বিষয় ছিল “ভাষা আন্দোলনের শ্রেণিভিত্তি ও রাজনৈতিক অর্থনীতি” । এ আয়োজনে বক্তা হিসেবে ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং ইকোনমিকস স্টাডি সেন্টারের মডারেটর ড. এম এম আকাশ।
১৯৯০ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত ‘ভাষা-আন্দোলনের আর্থ-সামাজিক পটভূমি’ গবেষণা প্রকল্পের প্রতিবেদনসমূহ “ভাষা আন্দোলন: পটভূমি গ্রন্থমালা”য় পাঁচটি খণ্ডে প্রকাশিত হয়। এই খন্ডগুলোর একটির রচয়িতা ড. এম এম আকাশ। “ভাষা আন্দোলন: শ্রেণীভিত্তি ও রাজনৈতিক প্রবণতাসমূহ” নামের সেই খন্ডটি, এই গবেষণা প্রকল্প, গবেষণা পদ্ধতি এবং গবেষণালব্ধ সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন তিনি। তার আলোচনার শেষে একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব হয়। এরপর ইকোনমিক্স স্টাডি সেন্টারের বর্তমান সভাপতি ওমর রাদ চৌধুরী ইএসসির নতুন উদ্যোগ দেয়ালপত্রিকা ‘অর্থমনর্থম?’ এর প্রথম সংখ্যা নিয়ে কিছু কথা বলেন এবং প্রথম সংখ্যায় কাজ করা অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। “অর্থমনর্থম?” এর প্রথম সংখ্যার প্রতিপাদ্য বিষয় “ভাষা আন্দোলনঃ রাজনৈতিক ও অর্থনৈতিক পর্যালোচনা”। এটি প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বারান্দায় এবং টিএসসিতে। ভবিষ্যতেও “ইএসসি গণবক্তৃতা” ধারাবাহিকভাবে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।পুরো অনুষ্ঠানটি ইএসসির ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
0 Comments
Leave a Reply. |
|