জিনাত জাহান খান, শেখ তাওসিফ আহমেদ, ফাহরীন হাসান রূপন্তী , রাকিবুল ইসলাম গ্যাসের দাম বাড়ানো কি আসলেই প্রয়োজন? জিনাত জাহান খান গত মার্চ মাসের ১১ তারিখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) টিসিবি মিলনায়তনে সরকার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান পেট্রোবাংলার চার দিনের একটি গণশুনানি শুরু হয়। এই গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর পক্ষে বিভিন্ন যুক্তি স্থাপন করে পেট্রোবাংলা, তিতাস, বাখরাবাদ, কর্ণফুলীসহ মোট ছয়টি গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি। এসময় নাগরিকদের বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে পেট্রোবাংলা এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) গ্যাসকে গ্যাসের সামগ্রিক দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে আখ্যায়িত করে। তাদের প্রস্তাবে প্রতি ইউনিটে (প্রতি ঘনমিটার) ৭.১৭ টাকা কর থেকে ৯.৫৫ টাকা কর আরোপ করার কথা বলা হয়। অর্থাৎ অন্যান্য গ্যাস গড়ে ৬.৫০ টাকায় বিক্রি করা হলেও এলএনজি গ্যাস বিক্রি করা হবে ৩৯.৮২ টাকায়। এলএনজি আমদানিতে ২৫,৫৪০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলেও উল্লেখ করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সিএনজির (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) দাম প্রতি ইউনিট ৩২ টাকা থেকে ৪৮.১০ টাকা, শিল্পকারখানার বিদ্যুৎকেন্দ্রে (ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র) সরবরাহকৃত গ্যাস ৯.৬২ থেকে ১৮.৪ টাকা এবং সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের মূল্য ৩.১৬ থেকে ৯.৭৪ টাকা করার প্রস্তাব জানায়। এমনকি এক বার্নার চুলা ও দুই বার্নার চুলার মাসিক বিল শতকরা ৮০ ভাগ বাড়ানোর দাবি জানানো হয়। তবে এসব প্রস্তাব আসলেই যুক্তিসঙ্গত নাকি তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। প্রথম প্রশ্নই হলো, গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলো লাভে থাকা সত্ত্বেও বিইআরসি গ্যাসের মূল্য বৃদ্ধি করার প্রস্তাব কেন দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত হারে গ্যাসের দাম বৃদ্ধি পেলে জনজীবনে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি মূল্যস্ফীতিও বেড়ে যাবে৷ আর গত কয়েক বছরে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাই ছিলো সরকারের অন্যতম সাফল্য। শিল্পোদ্যোক্তারা জানিয়েছেন যে, তাদের উৎপাদন ব্যয় ইতিমধ্যে শতকরা ৩৫ ভাগ বেড়ে গিয়েছে। এখন আবার নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধি পেলে অনেক উদ্যোক্তাই দেউলিয়া হয়ে যাবে্। তাছাড়া একই অর্থবছরে দ্বিতীয় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি করা কিংবা এর পক্ষে কোনো গণশুনানি করা অবৈধ বলেও জানান কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিএবি) উপদেষ্টা প্রফেসর শামসুল আলম। এই বিষয়ে মামলা দাখিল করা হলে হাইকোর্ট গ্যাসের এই ধরণের মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক বলে কারণ এই বৃদ্ধি হওয়া উচিত আন্তর্জাতিক বাজার অনুযায়ী। কোর্টের মতে, শুধুমাত্র তিতাস ও পেট্রোবাংলার দুর্নীতি অর্ধেক কমানো গেলে এরকম দাম বাড়ানোর কোনো প্রয়োজনই হবে নেই। এজন্য হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে নিজেদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করারও নির্দেশ দেন। তথ্যসূত্র: 1.https://www.thedailystar.net/backpage/news/no-need-gas-price-rise-if-graft-curbed-1723234 2.https://www.prothomalo.com/bangladesh/article/1583234/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC-%E2%80%98%E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7%E2%80%99 দেশে প্রথমবারের মতো চালু হল ট্রিপল-প্লে ইন্টারনেট সেবা শেখ তাওসিফ আহমেদ দেশে ট্রিপল-প্লে ইন্টারনেট সেবা নিয়ে এলো ইন্টারনেট প্রোভাইডার কোম্পানী ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রী। ট্রিপল-প্লে ইন্টারনেট সেবার বৈশিষ্ট্য হল- এটি দ্বারা যেকোন ডিজিটাল মাধ্যমে যেমন, ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, স্মার্টটিভি ইত্যাদিতে তিন ধরণের যোগাযোগ ব্যবস্থা নিতে পারবেন ব্যবহারকারী, যার মধ্যে অন্তর্ভুক্ত হলো - কল করা, টিভি দেখা এবং ইন্টারনেট ব্রাউজিং সেবা। ৩৬০ ডিগ্রী ব্রডব্যান্ড এর এই ইন্টারনেট ভিত্তিক সেবার মূলে রয়েছে আল্ট্রাফাস্ট ১০০ এমবিপিএস ইন্টারনেট সেবা, সঙ্গে রয়েছে সেফ ইন্টারনেট, ইকো ফ্রেন্ডলি ফোন, আইপিটিভি, ভিওডি ইত্যাদি। ইন্টারনেট সংযোগ দেওয়া হবে এমন একটি ওয়াইফাই রাউটারের মাধ্যমে যা ৫৭টির বেশি ক্যাটাগরির ভিত্তিতে কনটেন্ট ফিল্টার করে থাকে এবং ক্লাউড সার্ভিসের মাধ্যমে প্রতিনিয়ত হালনাগাদ হতে থাকে। ট্রিপল প্লে (ইন্টারনেট, ফোন, টিভি) ইন্টারনেট সার্ভিস যা আইপিটিভির অনুমোদন না থাকার কারণে কিছুদিন আগে পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে বিটিআরসির অনুমোদনের পরিপ্রেক্ষিতে ব্রডব্যান্ড থ্রি সিক্সটি ডিগ্রি চালু করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, ট্রিপল প্লের অন্যান্য সেবাসমূহ ইন্টারনেট এবং ফোনের অনুমোদন ও সেবা কার্যক্রম বাংলাদেশে দীর্ঘদিন ধরে চালু রয়েছে। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সাম্প্রতিক প্রচেষ্টা আর এর ভিত্তিতে অনেক দিনের চেষ্টায় কার্যকরী একটি সার্ভিস আনতে সক্ষম হয়েছে ব্রডব্যান্ড থ্রি সিক্সটি ডিগ্রি টিম। যার মাধ্যমে যেকোনো অভিভাবক সেফ ইন্টারনেট নিশ্চিত করতে পারবেন নিজের বাড়িতে বা অফিসে। বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে |
Archives
March 2021
Categories |