ECONOMICS STUDY CENTER, UNIVERSITY OF DHAKA
  • Home
  • About
  • ESC BLOG
  • Publications
  • 3rd Bangladesh Economics Summit
  • News and Events
  • Research
  • Executive Committee
  • Digital Library
  • ESC Hall of Fame
  • Monthly Digest
  • Announcements
  • Contact

আন্তর্জাতিক অর্থনীতি-এপ্রিল ২০১৯

4/27/2019

0 Comments

 
শাহরান হুসাইন, নিশাত তাসনিম ইতিশা, মোঃ আজমীর রহমান সরদার, নাফিসা হক সুবাহ্‌, মাসরুর আব্দুল্লাহ, রাসিক আযীয কবির, চৌধুরী নাবিলা তাসনিম, সাদিক মাহবুব ইসলাম
Picture

থাইল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণে সরকারের বিনিয়োগ পরিকল্পনা

শাহরান হুসাইন, নিশাত তাসনিম ইতিশা
দক্ষিণ পূর্ব এশিয়ার সাবেক অর্থনৈতিক পাওয়ার-হাউস থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট দেশটির অর্থনীতিকে অনিশ্চিয়তার মাঝে ফেলেছে। দেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে নবনির্বাচিত থাই সরকার ৬৩০ মিলিয়ন ডলার বিনিয়োগের এক বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে।
Picture
থাইল্যান্ডের অর্থনীতি মূলত পর্যটন ও রপ্তানির ওপর নির্ভরশীল, কিন্তু ২০১৪ সাল থেকে চলমান রাজনৈতিক অস্থিরতা থাইল্যান্ডের অর্থনীতিকে দুর্বল করে ফেলেছে। গত বছরও চীন ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য কমেছে দেশটির। উচ্চ কর ও দক্ষ জনশক্তির অভাব বৈদেশিক বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে।

কিন্তু এই দুর্বলতাগুলির মুখোমুখি হতে হলে নতুন সরকারকে দীর্ঘমেয়াদী সংশোধন করতে হবে। উৎপাদনশীলতার হ্রাস দেশটির অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। ২০১৪ থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 3.1 শতাংশে আটকে গেছে – যা দেশটিকে মধ্যম আয়ের ফাঁদ থেকে এগিয়ে নিতে পর্যাপ্ত নয়।  পেমেন্ট পজিশনের ভারসাম্যহীনতা রপ্তানি বাজারে ক্ষয়ক্ষতি করছে।

অর্থনীতিতে উচ্চতর প্রবৃদ্ধি অর্জন করতে এবং  জনসংখ্যার বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য অর্থনীতিবিদরা বলছেন যে সরকারকে তাদের প্রতিশ্রুতি গুলো রক্ষা করতে হবে। ব্যাংকক এর বাইরে অবকাঠামো নির্মাণ করতে হবে।
Picture
কৃষি ও পর্যটন খাতের উন্নতির ফলে মূলত দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে থাইল্যান্ডে। কিন্তু অভ্যন্তরীণ কিছু বিষয় এই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা হয়ে উঠেছে। সেগুলো হলঃ
  • থাইল্যান্ডে দূর্নীতি বেশি হওয়ায় উচ্চ আয়ের জনগণের আয় বেড়েই যাচ্ছে, কিন্তু নিম্ন আয়ের জনগোষ্ঠির আয় বৃদ্ধি সম্ভব হয় না ।
  • এছাড়া বিনিয়োগের ক্ষেত্রেও মধ্যবিত্তদের অংশগ্রহণ খুবই কম। যার ফলে শুধু দেশের জনগণের একটা অংশই অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।
  • এছাড়া রয়েছে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা । উচ্চ আমদানি করের ফলে বিদেশি সংস্থাগুলো বিনিয়োগ করতে চাচ্ছেনা।
Picture
থাই সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য দেশে ৬৩০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে এবং সমস্যা কাটিয়ে উঠতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে-
  • পর্যটন খাতের উন্নয়ন ও পর্যটন বৃদ্ধি।
  • কৃষি খাতে, ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগে ও নতুন উদ্যোক্তাদের প্রনোদনা বৃদ্ধি।
  • বিভিন্ন ক্ষেত্রে বিশেষ বিনিয়োগ বাড়ানো হবে।
  • বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য জন্য নতুন একটি পরিকল্পনা করছে সরকার। বিনিয়োগ ক্ষেত্রে ট্যাক্স কমানো হবে এবং থাইল্যান্ডে এসে উচ্চ খাতে বিনিয়োগ করার জন্য বিদেশি কোম্পানিগুলোকে অগ্রাধিকারভিত্তিক আর্থিক সুবিধা দেয়া হবে।
  • দুর্নীতি দমন করা হবে।
 এই পরিকল্পনার বাইরেও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে থাই সরকারের উচিত হবে দেশের রাজনৈতিক অস্থিরতা ও দূর্নীতি সামাল দিয়ে, অর্থনীতির চাকা সচল করা। বৈদেশিক বিনিয়োগের জন্য দেশের মৌলিক অবকাঠামো উন্নয়ন করতে হবে ও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে দেশের শিল্পখাতের জন্য। দেশের সার্ভিস ইন্ডাস্ট্রির ও বানিজ্যিক খাতের উন্নয়ন প্রয়োজন, গ্রামীণ অঞ্চলে প্রয়োজন উন্নত শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামো। এই বিষয় গুলো নিশ্চিত করার মাধ্যমেই থাইল্যান্ড সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ সম্ভব।
তথ্যসূত্র
  • https://www.bloomberg.com/news/articles/2019-03-26/political-power-struggle-in-thailand-threatens-economic-outlook
  • https://www.cnbc.com/2015/10/28/how-thailand-could-really-boost-its-economy.html
  • http://bonikbarta.net/bangla/news/2015-02-26/29688/%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE/
  • http://bonikbarta.net/bangla/news/2017-08-22/128654/থাইল্যান্ডের-অর্থনৈতিক-প্রবৃদ্ধি-ঊর্ধ্বমুখী/
 

Picture

শাহরান হুসাইন

অর্থনীতির পথে যাত্রা শুরু করেছি অল্প কিছুদিন আগে। হারিয়ে যেতে ভাল্লাগে বইয়ের পাতায়, গান আড্ডায়, কখনোবা প্রকৃতির মাঝে। সামাজিক সেচ্ছাসেবা, কুইজিং ও পটারহেড – এইসব নিয়ে আছে অভিজ্ঞতা।

Picture

নিশাত তাসনিম ইতিশা

বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতি - দুটো নিয়েই দুশ্চিন্তায় আছি।


বিশ্বে মধ্যম আয়ের জনগোষ্ঠী ক্রম হ্রাসমান

মোঃ আজমীর রহমান সরদার, নাফিসা হক সুবাহ্
সম্প্রতি ১০ই এপ্রিল, ২০১৯ ওর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য দেশগুলোর উপরে এক সমীক্ষায় দেখা যায়, কয়েক দশকের ধারাবাহিকতায় বর্তমানে মধ্যম আয়ের জনগোষ্ঠীর আকার এবং আয় অন্য যেকোন সময়ের তুলনায় সংকুচিত। এই সমীক্ষায় উঠে এসেছে যে প্রতি প্রজন্মে মধ্যবিত্তের “অর্থনৈতিক গুরুত্ব” এবং “অর্থনৈতিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু” হিসেবে এর ভূমিকা ক্রমাগত হ্রাস পেয়েছে।
Picture
​অভিজাত ও ধনী এবং হতদরিদ্র শ্রমিকশ্রেণীর মধ্যবর্তী অবস্থানে অবস্থান করা মধ্যবিত্তরা শিক্ষা, সেবা,কর্মে যোগদান, চিকিৎসা, বিনোদন সবক্ষেত্রে প্রায়শই আর্থিক স্বাধীনতা প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়। আমেরিকান কংগ্রেশনাল বাজেট অফিস অনুসারে, ১৯৭৮ থেকে ২০১৪ এই  ৩৫ বছরে, যুক্তরাষ্ট্রের উচ্চবিত্তদের আয় যেখানে ৯৫ শতাংশ বেড়েছে সেখানে মধ্যবিত্তদের আয় বেড়েছে মাত্র ২৮ শতাংশ। এর অনেকগুলো কারণের মধ্যে একটি হলো সম্পত্তির বন্টন। শিক্ষার খরচ, স্বাস্থ্য সুবিধা এবং আবাসনের উচ্চমূল্য এ সকল সেবাকে শিক্ষিত মধ্যম আয়ের মানুষদের স্বাভাবিক খরচ সীমার বাইরে ঠেলে দিচ্ছে।
Picture
Source- http://fortune.com/longform/shrinking-middle-class-math/
​মধ্যবিত্ত পরিবারগুলোতে অর্থনৈতিক ভঙ্গুরতা প্রথমত দেখা দিয়েছিল সত্তরের দশকে। বর্তমানে প্রতি ছয় জনে একজন মধ্যম আয়ের পেশাজীবীর কাজ অটোমেশনের হুমকির মুখে আছে। সাধ্যের অতিরিক্ত ঋণগ্রহণের হার মধ্যবিত্তের মাঝে সবচেয়ে বেশি অন্য সব আয় শ্রেণীর থেকে।  উন্নত বিশ্বের দেশগুলোতে মধ্যম আয়ের জনগোষ্ঠীর মাঝে পরিবারের দ্বিতীয় অর্থ উপার্জনকারী ব্যক্তি হিসেবে নারীর ভূমিকা লক্ষ্য করা গেলেও বর্তমানে এটি কমে এসেছে। এছাড়া বর্তমানের গিগ ইকোনমির ধারণা বদলে দিয়েছে বৈশ্বিক চাকুরী বাজারের ধারণা। ফরচুন ম্যাগাজিন এই গিগ ইকোনমিকেও উন্নত বিশ্বের মধ্যম আয়ের জনগোষ্ঠীর সংকোচনের একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে।
তথ্যসূত্র:
  • https://thefinancialexpress.com.bd/economy/middle-class-shrinking-as-incomes-stagnate-costs-rise-oecd-1555307595
  • https://www.oecd.org/els/soc/OECD-middle-class-2019-main-findings.pdf
  • https://qz.com/1592826/the-middle-class-is-shrinking-generation-by-generation/
  • https://www.brookings.edu/blog/social-mobility-memos/2018/06/05/seven-reasons-to-worry-about-the-american-middle-class/
  • http://fortune.com/longform/shrinking-middle-class/
  • http://fortune.com/longform/shrinking-middle-class-why/​
Picture

মোঃ আজমীর রহমান সরদার

খুঁজছি, খুঁজছি আর খুঁজে বেড়াচ্ছি।

Picture

নাফিসা হক সুবাহ

প্রাচীন মুসলিম সাম্রাজ্য ও তুর্কী ঐতিহ্যের ব্যাপারে আগ্রহ রয়েছে।কবিতা লেখা হয়।অর্থনীতি বুঝে উঠতে এখনো অনেক বাকি!


বৈরি অর্থনৈতিক অবস্থা মোকাবেলায় চায়না সরকারের দৃঢ় সংকল্প

মাসরুর আব্দুল্লাহ, রাসিক আযীয কবির 


​চলমান চাপের ভেতরেও চায়না সরকার তাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাবে। যদিও বছরের শুরুতে চায়নার অর্থনীতি স্থিতিশীল ছিল, কিন্তু সরকারের হিসাব মতে অভ্যন্তরীণ অর্থনীতিতে নানারকম অচলাবস্থা সৃষ্টি হতে পারে অতি দ্রুত। এই পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে চায়না সরকার কাউন্টার সাইক্লিক এবং প্রো ফিসকাল পলিসি গ্রহন করেছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং ফার্মের প্রবৃদ্ধি বাড়াতে সরকার ২ ট্রিলিয়ন ইউয়ান এর ট্যাক্স এবং ফি মওকুফের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক অন্য ব্যাংক গুলোর রিজার্ভ রেশিও ৫ গুণ কমিয়েছে। সরকার বেসরকারি সংস্থাগুলোকে সর্বাত্মক সহযোগিতা করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে। চীন সরকারের মতে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৬-৬.৫%, যা গত বছরের তুলনায় কম। বছরের প্রথম তিন মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৬.৪%। চীন সরকারের হিসাব অনুযায়ী এই বছর চীনে ২.১১ মিলিয়ন নতুন চাকরি তৈরি হবে যা গত বছরের চেয়ে কম। তাই চীনা সরকার বেসরকারি খাতকে সব রকম সহযোগিতা দেওয়ার আশা করেছে।
Picture
​বেসরকারি খাতকে মূল্যায়নের এই সিদ্ধান্তকে যুগোপোযোগি মনে করছেন গবেষকেরা এবং এজন্য তারা সরকারকে সাধুবাদ জানিয়েছেন। সরকারের এই দৃঢ় পদক্ষেপ চলমান অচলাবস্থা নিরসনে অনেক বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
তথ্যসূত্র:
  • https://www.reuters.com/article/us-china-economy-politburo-policies/china-will-keep-supporting-economy-as-pressure-lingers-politburo-idUSKCN1RV0M0?fbclid=IwAR0r1Tk4uYRiRf48u5ucAJgwrhgtcg-9RuVlPxUgwsFwVTFllR-hZKx4YTo
Picture

মাসরুর আব্দুল্লাহ

পড়তে আর তর্ক করতে ভালবাসে।

Picture

রাসিক আযীয কবির

'ভালো লাগে লেখালেখি করতে আর বই পড়তে, একদিন অর্থনীতি পড়তেও ভালো লাগবে সেই আশায় আছি।


পাকিস্তানের ঋণ আবেদন আইএমএফে, ভারতের হুশিয়ারি

চৌধুরী নাবিলা তাসনিম, সাদিক মাহবুব ইসলাম
সাম্প্রতিক সময়ে ভারতসহ কয়েকটি দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ)-কে পাকিস্তানের বেইলআউট আবেদনের ব্যাপারে সতর্ক করেছে। সন্ত্রাসীদের  অর্থায়ন বন্ধ করার ব্যর্থতায় ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ) এর সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। এফএটিএফ অর্থপাচার এবং সন্ত্রাসের অর্থায়নের বিরুদ্ধে বিধান তৈরী করে। সাম্প্রতিক সাংসদীয় সাক্ষাতে সংস্থাটি বিধ্বংসী অস্ত্রের বিস্তার পর্যালোচনা করাও শুরু করেছে।

পাকিস্তানকে সংস্থাটি ধূসর তালিকাভুক্ত করে রেখেছে সন্ত্রাসের অর্থায়নের বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায়। তবে পাকিস্তান এফএটিএফের সিদ্ধান্তকে ভারতের লবিং-এর ফলাফল হিসেবে সমালোচনা করছে।   
Picture
দেশটি জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠছে, একই সময়ে তারা আইএমএফের কাছে ৮-১২ বিলিয়ন মার্কিন ডলারের জরুরী সহায়তা চাচ্ছে। ঋণের প্রস্তাবটি গৃহীত হলে এটি হবে সংস্থাটির কাছে পাকিস্তানের ২২তম ঋণ। ভারতের মতে এইরকম ধূসরতালিকাভুক্ত দেশের কাছে ঋণ প্রদান হবে একটি লজ্জাজনক ব্যাপার। কেননা, দেশটির নাম কালোতালিকায় যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, যা হলে অন্যান্য দেশের সাথে লেনদেন মারাত্মকভাবে ব্যাহত হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রও আইএমএফের এই ঋণ প্রদানের প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা থাকার দাবী জানিয়েছে। পাকিস্তানের অর্থমন্ত্রী  আসাদ উমার, যাকে পদত্যাগ করতে একরকম বাধ্য করা হয়, জানিয়েছেন যে আইএমএফের সাথে চুক্তি প্রায় সম্পন্ন হয়ে গেছে। কিন্তু চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আইএমেফের কার্যক্রমের ওপর প্রভাব নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। আসাদ উমার সাংবাদিকদের জানিয়েছেন যে এফএটিপির কাছে রিপোর্ট পাঠানো হয়েছে এবং এই মাসেই আইএমেফের পরিদর্শক দল আসবে।


তথ্যসূত্র:
  • https://thefinancialexpress.com.bd/economy/india-warns-imf-against-fresh-bailout-for-pakistan-1555746171?fbclid=IwAR2dZZKrBBbk6_byYwNYk85je3MmxkXcaaNkOea2thhCZ-swtVs-E4ওকহপে
  • https://timesofindia.com/world/us/us-seeks-transparency-on-chinese-debt-on-pakistan/articleshow/66859300.cms?fbclid=IwAR3jNC5fmL5EFTLgDC45c6VPQAvu-DtRyGZntu0uVGQiqBbNluC5_0uf_এক্স্ব
  • https://www.reuters.com/article/us-imf-pakistan/us-pompeo-warns-against-imf-bailout-for-pakistan-that-aids-china-idUSKBN1KK2G5

Picture

চৌধুরী নাবিলা তাসনিম

বইপোকা। মাথায় সুবিশাল চিন্তা ঘুরপাক খায়। ধরিত্রী ঘুরপাক খায়।

Picture

সাদিক মাহবুব ইসলাম

সাদিক মাহবুব ইসলাম,অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। পড়তে ভালোবাসে,আর ভালোবাসে শব্দের সাথে শব্দ সাজিয়ে জগৎ সাজাতে।


0 Comments



Leave a Reply.

    Archives

    May 2019
    April 2019
    March 2019
    February 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.
  • Home
  • About
  • ESC BLOG
  • Publications
  • 3rd Bangladesh Economics Summit
  • News and Events
  • Research
  • Executive Committee
  • Digital Library
  • ESC Hall of Fame
  • Monthly Digest
  • Announcements
  • Contact