লেখা: শেখ আবরার হোসেন গ্রাফিক্স: অনির্বাণ ঘোষ শঙ্খ মানি লন্ডারিং কি? মানি লন্ডারিং শব্দটা আমরা সবাই শুনেছি কমবেশি। সরলভাবে যার অর্থ টাকা পাচার। কিন্তু এটির বিস্তারিত সংজ্ঞাটি হলো- অবৈধ উৎস থেকে অর্জিত সম্পদ কিছু জটিল প্রক্রিয়ায় কয়েক ধাপে স্থানান্তর করে অর্থনীতিতে পুনরায় বৈধ সম্পদ হিসেবে আবির্ভাব করানোকে বলা হয় মানি লন্ডারিং। মানি লন্ডারিং এর মূল লক্ষ্যই হল আয়ের প্রকৃত উৎস ও মালিকানা লুকানো। “মানি লন্ডারিং” শব্দটির উৎপত্তিস্থল নিয়ে ২টি জনপ্রিয় মতের প্রচলন আছে।
এক. আমেরিকার সংবিধানের ১৮ তম সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত ‘প্রহিবিশন এজ’–এ (যখন সকল ধরনের ড্রাগ উৎপাদন, পরিবহন, বিক্রি অবৈধ ঘোষণা করা হয়) উদীয়মান কুখ্যাত গ্যাংস্টার আলকাপন ও তার দোসররা অবৈধভাবে ড্রাগ উৎপাদন, বিক্রি থেকে উপার্জিত অঢেল সম্পদ বৈধকরণের জন্য লন্ড্রোম্যাটসের ব্যবসা শুরু করে। এই জামাকাপড় পরিষ্কার করার ব্যবসার আড়ালে কালো টাকা পরিষ্কার করে সাদা করা হতো, তাই অনেকের দাবি এখান থেকে “মানি লন্ডারিং” শব্দটির উৎপত্তি।
0 Comments
|
Send your articles to: |