ECONOMICS STUDY CENTER, UNIVERSITY OF DHAKA
  • Home
  • About
  • ESC BLOG
  • Publications
  • News and Events
  • Book Archive
  • 3rd Bangladesh Economics Summit
  • 4th Bangladesh Economics Summit
  • Research
  • Executive Committee
  • Digital Library
  • ESC Hall of Fame
  • Monthly Digest
  • Announcements
  • Fairwork Pledge Supporter
  • Contact

মাসিক ডাইজেস্ট | জুন, ২০২১

6/30/2021

0 Comments

 
ফারহা তাসনীম, তাকরিম হোসেন, রিফাহ তাসনিয়া পূর্বিতা ও লুবাবা মেহজাবিন প্রিমা, ইনজামামুল হক খান আলভী, চৌধুরী নাবিলা তাসনিম ও সাদিক মাহবুব ইসলাম
Picture
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে সুইজারল্যান্ড সরকারের প্রস্তাবিত নীতি সন্দেহের মুখে ফেলেছে দেশটির ভোটাররা। গত ১৩ জুন এক গণভোটের মাধ্যমে দেখা যায়,  ভোটাররা সরকারীভাবে গাড়ি জ্বালানী এবং বিমানের টিকিটের উপর করের পরিকল্পনা প্রত্যাখ্যান করে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্যারিস চুক্তির আওতায়, সুইজারল্যান্ডকে লক্ষ্যগুলি পূরণ করতে সহায়তা করার জন্য এই পদক্ষেপগুলি তৈরি করা হয়েছিল। দেশ কোভিড -১৯ থেকে পুনরুদ্ধার করার চেষ্টা করার সাথে অনেক ভোটার এ পদক্ষেপগুলোর অর্থনীতিতে প্রভাব নিয়ে চিন্তিত বলে মনে হচ্ছে। বিরোধীরা আরও উল্লেখ করেছে যে সুইজারল্যান্ড বিশ্বব্যাপী নিঃসরণের মাত্র ০.১% এর জন্য দায়ী, এবং সন্দেহ প্রকাশ করেছে যে এ জাতীয় নীতি পরিবেশকে সহায়তা করবে কিনা।
সুইজারল্যান্ডের প্রত্যক্ষ গনতন্ত্র ব্যবস্থার অধীনে, ৪৯% ভোট পক্ষে ও ৫১% বিপক্ষে যায়।

Picture
সিএনবিসির গ্লোবাল ইভলভ সামিটে বক্তব্য রাখতে গিয়ে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বলেন, “চলতি বছর এবং সম্ভবত পরের বছরও, ভ্যাকসিন নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতি হতে চলেছে, যা তাৎপর্যের দিক থেকে আর্থিক ও রাজস্ব নীতিকেও পরাজিত করতে পারে।" জর্জিভা আরও বলেন যে, বিশ্বকে উচ্চতর টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার পূর্বশর্ত হচ্ছে সকলকে ভ্যাক্সিনেট করা, যা আমরা এখনও করে উঠতে পারিনি তবে আমাদের করে ওঠা প্রয়োজন। এ সময় তিনি ভ্যাকসিন সার্টিফিকেটের গুরুত্বও নিয়েও কথা বলেন। গত মে মাসে, টিকাদান কর্মসূচিতে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরামর্শ দিয়েছিল আইএমএফ, যা থেকে ৯ ট্রিলিয়ন ডলার ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় তারা।

Picture
১১-১৩ই জুন যুক্তরাজ্যের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় শহর কর্নওয়ালে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জি-৭ সম্মেলন। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে মহামারী এবং বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার পর্যন্ত অনেক কিছুই এবারের সম্মেলনের আলোচনায় উঠে আসলেও আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল তিনটি। জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ টিকা এবং চীন। বিশ্বের ৭টি উন্নত অর্থনীতির এবারের এই  সম্মেলনটি ছিল গত বছর মহামারী শুরু হওয়ার পর থেকে প্রথম এবং মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রথম ইউরোপ সফর। কোভিড-১৯, জলবায়ু এবং বৈশ্বিক কর সংস্কার বিষয়ে নানা প্রতিশ্রতির সাথে সমাপ্ত হওয়া এবারের জি-৭ সম্মেলনকে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন “অসাধারণ সহযোগিতাপূর্ণ”। 

Picture
দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ, ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যায়  বিধ্বস্ত হয়ে পড়েছে উত্তর কোরিয়া। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশটির কৃষিক্ষেত্রে। এতে খাদ্য উৎপাদন ব্যাহত উল্লেখ করে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটিতে খাদ্য সংকট এতটাই ভয়াবহ মাত্রায় পৌঁছেছে  যে এক কেজি কলার দাম দাড়িয়েছে ৪৫ ডলারে। একদলীয় এই রাষ্ট্রটির একনায়ক কিম জং উন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে খাদ্য পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। কিম এর বক্তব্য অনুযায়ী গত বছর টাইফুন ও এর প্রভাবে বন্যার কারণে কৃষি খাত শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। এছাড়াও তিনি বলেন যে দেশের শিল্প উৎপাদন গত বছর একই সময়ের তুলনায় এ বছর এক-চতুর্থাংশ বেড়েছে। তবে বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়া সরকারের নীতিমালার ব্যর্থতার ফলেই দেশটিতে খাদ্য সংকট এত চরমে পৌঁছেছে। 

Picture
কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ-যুদ্ধে বিশ্বের আর সব দেশের সাথে একই কাতারে সামিল হতে চলেছে বাংলাদেশ। দেশের টিকা উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করা হবে গোপালগঞ্জে। এ পর্যন্ত ভ্যাক্সিন আমদানি বিষয়ে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে। ভারত থেকে তিন কোটি ভ্যাক্সিন ক্রয়ের চুক্তি থাকলেও এ পর্যন্ত এক কোটি ভ্যাকসিন পাওয়া গেছে। কোভ্যাক্স থেকে ছয় কোটি এবং চীন থেকে দেড় কোটি টিকা ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। ফলে আগামী ডিসেম্বরের মধ্যেই ১১ লাখ মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

Picture
বাংলাদেশ-চীন সম্পর্ক বিষয়ক এক সিম্পোজিয়ামে চীনের রাষ্ট্রদূত লি জিমিং দৃঢ়কণ্ঠে বলেন যে আন্তর্জাতিক ঋণ চক্রান্তে জড়ানোর ব্যাপারে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই। তিনি জানান, দেশের ফাইন্যান্স সেক্টরের কর্মকর্তা ও পদাধিকারীরা অত্যন্ত দক্ষ ও দায়িত্ববান, কাজের চীন সহ যেসব দেশ বাংলাদেশের উন্নয়নশীল খাতে বিনিয়োগ করেছে, তাদের মাধ্যমে আমাদের "debt trap" এ পড়ার সম্ভাবনা কম। তাছাড়াও আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্বের কাছে এইদেশের ভাবমূর্তি অত্যুজ্জ্বল। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে Belt and Road Initiative (BRI) প্রজেক্ট অনুমোদন করায় বাংলাদেশের সাথে চীনের আর্থিক ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হয়েছে বলেও লি প্রকাশ করেন। তবে তিনি এও যোগ করেন যে, যদিও আমাদের ঋণভার জিডিপির ৪০ শতাংশের নিচে, তবে ২০২৪ সাল উত্তর ঋণের বিষয়ে চীন-বাংলাদেশ সম্পর্ক জটিলতর হয়ে উঠতে পারে।  

Picture
বাংলাদেশের রেলওয়ে খাতের তিনটা প্রজেক্টে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চীনা ফান্ড তুলে নিয়েছে। মূলত সরকারি পর্যায়ে এই প্রজেক্টগুলো দেওয়া হলেও চীন সরকার ওপেন টেন্ডারের পরিবর্তে চীনা এক কনট্রাক্টরকেই কাজটি দেয়। একাধিক বার প্রজেক্টগুলোর খরচ ও নির্ধারিত সময় বৃদ্ধি করা হলে দুর্নীতির বিষয়টি সামনে আসে ও বাংলাদেশ সরকার তদন্ত শুরু করে। তারই প্রেক্ষিতে চীনা ফান্ড প্রত্যাহার করে ও নির্মাণের ব্যয় বহনের সিদ্ধান্ত নেয়।

Picture
গ্লোবাল ফিনটেক সূচক ২০২১ এ বিশ্বের ৮৩ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৮তম। গত বছরের তুলনায় ১৭ র‍্যাংক  পিছিয়ে এশিয়া  প্যাসিফিক অঞ্চলে সর্বনিম্নে রয়েছে বাংলাদেশ। 
ফিনটেক বলতে মূলত বোঝানো হয় প্রত্যাহিক অর্থনৈতিক লেনদেনে সফটওয়্যার, ইন্টারনেট ও মোবাইল অ্যাপের ব্যবহার। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ক্রিপটোকারেন্সি, ব্লকচেইন ও বিগ ডেটা এর অন্যতম অংশ। প্রাইভেট মালিকানার ফিনটেক কোম্পানির সংখ্যা, এদের মান ও স্থানীয় ব্যবসায়িক পরিস্থিতির উপর ভিত্তি করে এই ইনডেক্সটি করা হয়।


0 Comments



Leave a Reply.

    Archives

    March 2022
    February 2022
    January 2022
    December 2021
    November 2021
    October 2021
    September 2021
    August 2021
    July 2021
    June 2021
    May 2021
    April 2021
    March 2021
    February 2021
    January 2021
    May 2019
    April 2019
    March 2019
    February 2019

Powered by Create your own unique website with customizable templates.
  • Home
  • About
  • ESC BLOG
  • Publications
  • News and Events
  • Book Archive
  • 3rd Bangladesh Economics Summit
  • 4th Bangladesh Economics Summit
  • Research
  • Executive Committee
  • Digital Library
  • ESC Hall of Fame
  • Monthly Digest
  • Announcements
  • Fairwork Pledge Supporter
  • Contact